গুগল এডসেন্সের ফন্ট পরিবর্তন করুন

এবার গুগল এডসেন্সের (Google Adsense) পরিবর্তন করার পদ্ধতি নিয়ে এসেছে গুগলের এডসেন্স ব্লগ। এবার আপনি ইচ্ছে করলে আপনার গুগলের এডসেন্স ইউনিটের (Adsense unit) ফন্ট সাইজ (Font size) বড় ছোট করতে পারবেন অনায়াসে।

এজন্য প্রথমে এডসেন্স একাউন্টে লগইন (Login) করুন।


এবার Ad Display Preference লেখার পাশের edit লেখাতে ক্লিক (click) করুন।


ড্রপডাউন (Dropdown) মেনু লিস্ট (Menulist) থেকে ফন্ট (Font) পরিবর্তন করুন। এরপর একেবারে নিচে লেখা Save Changes বাটনে ক্লিক করুন।


আপনার সবধরণের এডসেন্স ইউনিটের ফন্ট পরিবর্তন হয়ে গেছে।
ইচ্ছে করলে আপনি নির্দিষ্ট এডসেন্স ইউনিটের ফন্ট পরিবর্তন করতে পারবেন।

তবে সেজন্য আপনাকে নতুন করে একটি এডসেন্স ইউনিট তৈরি করে নিতে হবে। আর তৈরি করার সময়ই আপনার পছন্দের ফন্টটি সিলেক্ট করুন।

বিস্তারিত খবর এখানে
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger