বর্তমানকালের ফ্রি ঘরানার অপারেটিং সিস্টেম লিনাক্সের মধ্যে উবুন্টুর জনপ্রিয়তা আকাশচুম্বী। নানারকম সুবিধা সম্বলিত উবুন্টুর ব্যবহারকারী দিনে দিনে বেড়ে যাচ্ছে। এরকম একটি মুহূর্তে উবুন্টু অপারেটিং সিস্টেমের একটি ফ্রি পকেট গাইড বই ডাউনলোড করার জন্য পাওয়া যাচ্ছে।১৬৬ পৃষ্ঠার পিডিএফ ফরমেটের এই বইটি পাওয়া যাচ্ছে এই ঠিকানায়।
ফাইল সাইজ: মাত্র ২ মেগাবাইট।
তাহলে ডাউনলোড করা শুরু করে দিন। আর উবুন্টু সিস্টেমে হয়ে উঠুন দক্ষ।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

