সত্যিই অবাক হবার মতো ঘটনা। আমি তো খবরটা জেনে রীতিমতো চমকে গিয়েছিলাম। কিন্তু এই ঠিকানায় লেখা পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আসলেই এটা কোন চমক জাগানো খবর নয়। সত্যিই জিমেইল এখন অফলাইনে পড়া যাবে। নিচের ভিডিওটি দেখুন, নিজেই সবকিছু বুঝতে পারবেন:
তবে এই সুবিধাটা এখনও ইউরোপ আমেরিকার জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীতে অন্যান্য দেশ থেকেও জিমেইলের মেইল অফলাইনে পড়া যাবে বলে আশা করি।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

