বাংলা হ্যাকস এর কয়েকটি টেমপ্লেট- অপূর্ব সিরিজ

'বাংলা হ্যাকস' ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে এর আগে উল্লাস সিরিজের কয়েকটি টেমপ্লেট (Template) উপহার দেয়া হয়েছে। আজ আপনাদের সামনে উপস্থাপন করা হল অপূর্ব সিরিজের দুইটি টেমপ্লেট (Template)। এই টেমপ্লেটগুলো উল্লাস সিরিজের চাইতে একেবারে আলাদা রকমের। উল্লাস সিরিজের টেমপ্লেটগুলোকে সাজানোর জন্য কোনরকম ছবি বা ইমেজ ফাইলের (Image file) ব্যবহার করা হয়নি। কিন্তু অপূর্ব সিরিজের টেমপ্লেটগুলোর ব্যাকগ্রাউন্ড (Background) ফাইল হিসেবে একটি ছোট্ট ইমেজ ফাইল (Image) ব্যবহার করা হয়েছে। আশা করি এজন্য ব্লগ লোড (Load) হতে খুব বেশি সময় নেবে না।

# টেমপ্লেটগুলোর জিপ ফাইল (Zip File) ডাউনলোড (Download) করার পদ্ধতি: লিংকের (Link) উপরে মাউসের ডানবোতাম চাপুন (Click right button on mouse) (ফায়ারফক্সে) , Open in a new tab সিলেক্ট করুন। আলাদা ট্যাবে ওপেন হবে। সেখানে টেমপ্লেটর নামযুক্ত বোতামটিতে ক্লিক করে হার্ডডিস্কের (Harddisk) কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন।
># টেমপ্লেটগুলো জিপ ফাইল (Zip File) হিসেবে দেয়া আছে। ব্যবহার করার আগে আনজিপ (Unzip) করে নিন। জিপ ফাইলের ভিতরের xml ফাইলটিই টেমপ্লেট ফাইল।
# টেমপ্লেট কিভাবে পরিবর্তন (How to change template) করবেন তা এই লেখাটি থেকে জেনে নিন।
# টেমপ্লেট আপলোড (Upload) করার পর একটি সাধারণ সমস্যায় (Common Problem) পড়তে পারেন। তার সমাধান রয়েছে এখানে

অপূর্ব -০১:
কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* ব্যাকগ্রাউন্ডে ছবিযুক্ত।
* তিনকলামযুক্ত (Three Column)।
* ডানপাশের কলামটির (Right Column) ব্যাকগ্রাউন্ড হালকা রঙের।
* আর্কাইভ মেনু (Archive Menu) স্বয়ংক্রিয়ভাবে (Automatic) কলামের আকার হয়ে যাবে।
* সাইডবারদুটো (Sidebar) রয়েছে পোস্টের দুইপাশে।
* টেমপ্লেট সাইজ ৮২০ পিক্সেল (Pixel)
* পোস্ট এলাকার সাইজ ৪৪০ পিক্সেল
* বামপাশের কলাম সাইজ ১৫৫ পিক্সেল
* ডানপাশের কলাম সাইজ ২০০ পিক্সেল

ডেমোব্লগ দেখুন
ডাউনলোড করুন। ফাইল সাইজ: ৭.৯ কিলোবাইট (KB)

অপূর্ব - ০২:
কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* ব্যাকগ্রাউন্ডে ছবিযুক্ত।
* তিনকলামযুক্ত।
* সাইডবারদুটো রয়েছে পোস্টের ডানপাশে।
* মাঝের কলামটি হালকা রঙের ব্যাকগ্রাউন্ডযুক্ত।
* টেমপ্লেট সাইজ ৮২০ পিক্সেল
* পোস্ট এলাকার সাইজ ৪৪৪ পিক্সেল
* বামপাশের কলাম সাইজ ১৫৬ পিক্সেল
* ডানপাশের কলাম সাইজ ২০০ পিক্সেল
* আর্কাইভ মেনু স্বয়ংক্রিয়ভাবে কলামের আকার হয়ে যাবে।
ডেমোব্লগ দেখুন
ডাউনলোড করুন। ফাইল সাইজ: ৭.৩৯ কিলোবাইট।

আশা করি টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করবেন ও বাংলাদেশ থেকে বাংলা ভাষায় (Bangla Language) বাঙালি ব্লগারদেরকে (Bangladeshi Blogger) সাহায্য করার যে চেষ্টা তাকে সমর্থন করবেন (Support us)। কোনরকম সমস্যা হলে নির্দ্বিধায় মন্তব্য করুন (Comment please)।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger