বাংলা হ্যাকস ব্লগের এর পক্ষ থেকে কয়েকটি টেমপ্লেট ডিজাইন (Template Design) করা হলো। আপনারা যারা ব্লগারে (Blogger.com) ব্লগ খুলেছেন, তারা এই টেমপ্লেটগুলি কোনরকম ঝামেলা ছাড়াই ফ্রি (Free) ব্যবহার করতে পারবেন। প্রতিটি টেমপ্লেট ডিজাইন করতে কয়েকদিন ধরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা (Test) করতে হয়েছে। যাবতীয় অন্যান্য কাজ ফাঁকি দিয়ে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য এই ত্যাগ আমি স্বীকার করেছি। এজন্য আমি নিশ্চয় আপনার কাছ থেকে একটি ধন্যবাদ আশা করতে পারি। প্রত্যেকটি টেমপ্লেটের নিচে বাংলা হ্যাকস (Bangla Hacks) এর একটি লিংক (Link) দেয়া আছে। এই লিংকটিকে আপনারা মুছে ফেলবেন না, এই অনুরোধ করাটা কি আমার পক্ষে অশোভন হবে? আপনি কি বলেন?
বাংলাদেশীদের মধ্যে ব্লগারের (Blogger.com) জন্য প্রথম টেমপ্লেট ডিজাইন করেন এস এম মাহবুব মোর্শেদ। সেগুলো ছিল ক্লাসিক টেমপ্লেট (Classic Template) ও বাংলা ভাষা সমর্থিত। কিন্তু বেটা ব্লগারের জন্য আর কেউ টেমপ্লেট ডিজাইন বা মডিফাই (Modify) করেছেন বলে আমার জানা নেই।
বাংলা ব্লগ টিপ্স এর পক্ষ থেকে আপনাদের জন্য মডিফাই (Modified) করা টেমপ্লেটগুলির কিছু সাধারণ বৈশিষ্ট্য হলো:-
* খুব সিম্পল ডিজাইন (Simple Design)।
* বাংলাদেশের ধীরগতির ইন্টারনেটে দ্রুত লোড হয় (Load Fast)।
* ব্লগারের ডেনিম ডিজাইনকে (Denim Template) ভিত্তি রেখে তৈরি করা হয়েছে।
* তিনকলাম এর (Three Column)।
* হেডারে (Header) ডিফল্ট (Default) পদ্ধতিতে ছবি সংযুক্ত করতে পারবেন।
* আর্কাইভ (Archive) উইজেটটি (Widget) স্বয়ংক্রিয়ভাবে (Automatic) কলামের সাইজ (Column size) বুঝতে পারবে। যে সাইজের কলামে রাখবেন সেই কলামের সমান হবে। অর্থাৎ ডিফল্টের ছোট সাইজটিকে পাল্টানো হয়েছে।
* লেখার কোন অংশকে কোট (Quote) করলে তা গাঢ় রঙের হবে। ফলে সহজেই বোঝা যাবে।
* একটি নামের সিরিজ হিসেবে টেমপ্লেটগুলিকে প্রকাশ করা হবে। আজ করা হচ্ছে উল্লাস নামের সিরিজের চারটি ডিজাইনের টেমপ্লেট। আগামীতে এই সিরিজে আরও কয়েকটি ডিজাইন যোগ করার ইচ্ছা আছে।
># টেমপ্লেটগুলোর জিপ ফাইল ডাউনলোড করার পদ্ধতি: লিংকের উপরে মাউসের ডানবোতাম চাপুন (ফায়ারফক্সে) , Save Link As সিলেক্ট করুন। হার্ডডিস্কের কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন।
# টেমপ্লেটগুলো জিপ ফাইল (Zip File) হিসেবে দেয়া আছে। ব্যবহার করার আগে আনজিপ (Unzip) করে নিন। জিপ ফাইলের ভিতরের xml ফাইলটিই টেমপ্লেট ফাইল।
# টেমপ্লেট কিভাবে পরিবর্তন (How to change template) করবেন তা এই লেখাটি থেকে জেনে নিন।
# টেমপ্লেট আপলোড (Upload) করার পর একটি সাধারণ সমস্যায় (Common Problem) পড়তে পারেন। তার সমাধান রয়েছে এখানে।
উল্লাস - ০১:
কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* তিন কলামযুক্ত (Three Column)।
* সাইডবারদুটো (Sidebar) রয়েছে মূল পোস্ট (Main Post) অংশের দুইপাশে।
* টেমপ্লেটের সাইজ ৭৫০ পিক্সেল (Pixel)
* পোস্ট অংশের সাইজ ৪২০ পিক্সেল
* বামপাশের কলামের সাইজ ১৩৫ পিক্সেল
* ডানপাশের করামের সাইজ ১৮০ পিক্সেল
ডেমো ব্লগ (Demo) দেখুন
ডাউনলোড করুন ফাইল সাইজ: ৭.৪ কিলোবাইট (KB)
উল্লাস - ০২:
কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* তিন কলামযুক্ত (Three Column)।
* সাইডবারদুটো রয়েছে মূল পোস্ট অংশের দুইপাশে।
* টেমপ্লেট সাইজ ৮৭০ পিক্সেল
* পোস্ট অংশের সাইজ ৫০০ পিক্সেল
* বামপাশের কলামের সাইজ ১৫৫ পিক্সেল
* ডানপাশের করামের সাইজ ২০০ পিক্সেল
ডেমোব্লগ দেখুন
ডাউনলোড করুন। ফাইল সাইজ ৭.৫ কিলোবাইট।
উল্লাস - ০৩:
কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* তিন কলামযুক্ত।
* সাইডবারদুটো রয়েছে মূল পোস্ট অংশের ডানপাশে।
* টেমপ্লেট সাইজ ৯০০ পিক্সেল
* পোস্ট অংশের সাইজ ৫২০ পিক্সেল
* বামপাশের কলামের সাইজ ১৫০ পিক্সেল
* ডানপাশের করামের সাইজ ২০০ পিক্সেল
ডেমোব্লগ দেখুন
ডাউনলোড করুন। ফাইল সাইজ ৭.৪ কিলোবাইট।
উল্লাস - ০৪:কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* তিন কলামযুক্ত।
* সাইডবারদুটো রয়েছে মূল পোস্ট অংশের বামপাশে।
* টেমপ্লেট সাইজ ৯০০ পিক্সেল
* পোস্ট অংশের সাইজ ৫২০ পিক্সেল
* বামপাশের কলামের সাইজ ১৫০ পিক্সেল
* ডানপাশের করামের সাইজ ২০০ পিক্সেল
ডেমোব্লগ দেখুন
ডাউনলোড করুন। ফাইল সাইজ ৭.৪ কিলোবাইট।
এখানে দেয়া প্রত্যেকটি টেমপ্লেটের ফাইল সাইজ (File Size) মাত্র ৮ কিলোবাইট (KB) এর মধ্যে রয়েছে। ফলে ডাউনলোড (Download) করতে কোনরকম সমস্যা হবার কথা নয়। তারপরও কোনরকম সমস্যায় (Any Problem) পড়লে মন্তব্য (Comment) আকারে জানাতে ভুলবেন না।