ব্লগারে (Blogger.com) যদি আপনার কোন ব্লগ (Blog) থাকে, তাহলে সেই ব্লগের বাহ্যিক রূপ আপনি নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। একথা আপনারা আগেই জেনেছেন। ব্লগারের Layout অংশে গিয়ে Edit HTML লেখাতে ক্লিক করলে যে পেজ আসবে সে জায়গা থেকে নতুন টেমপ্লেটের xml ফাইলটি আপলোড (Upload) করতে হয়। আপলোড সম্পন্ন হয়ে গেলে পেজের নিচের সেভ (Save) লেখাতে ক্লিক করে নতুন আপলোড করা টেমপ্লেটটিকে কার্যকরী করে নিতে হয়। কিন্তু, নতুন টেমপ্লেট (Template) সেটআপ করতে গেলে একটি সাধারণ সমস্যায় (Common Problem) সকল ব্লগারকেই পড়তে হবে। আজ আলোচনা করবো ঠিক সেই সমস্যাটি নিয়ে।
নতুন টেমপ্লেট (New template) আপলোড করার (Upload) পর একটি সাধারণ সমস্যা (Common problem) হিসেবে দেখাবে যে এই টেমপ্লেটটি কার্যকরী করার ফলে আপনার পুরনো টেমপ্লেটটিতে থাকা কিছু উইজেট (Widget) মুছে যেতে পারে। উপরের ছবির মতোন একটি সাবধানবাণী আপনাকে এই কথাটি স্মরণ করে দিবে। কি কি উইজেট মুছে যেতে পারে, তার একটি তালিকাও (Gadget List) সেইসাথে প্রদর্শন (Show) করবে। যদি উইজেটগুলো আপনার ততোটা প্রয়োজনীয় না হয় (Not much necessary), কিংবা যদি আপনি পরবর্তীতে সেগুলো ব্যবহার করার ইচ্ছা না করেন, তাহলে নির্দ্বিধায় Confirm & Save লেখাতে (ছবিতে টিকচিহ্ন দেয়া) ক্লিক করে পুরনো উইজেটগুলোকে মুছে ফেলুন (Delete older gadgets) এবং নতুন টেমপ্লেটটিকে কার্যকরী (Active) করুন। এবার ভিন্নট্যাবে থাকা আপনার ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করে দেখুন, নতুন টেমপ্লেটটি কার্যকরী (Active) হয়ে গেছে। আপনার ব্লগ পেয়ে গেছে একটি নতুন আকর্ষণীয় চেহারা।