এক দুর্লভ টেমপ্লেট - দুর্লভ

আমি আজ আপনাদেরকে এক দুর্লভ (Rare) টেমপ্লেটের খবর দিব। তার নাম দুর্লভ। দুর্লভ সিরিজের আর একটি টেমপ্লেটের (Template) সুচনা করলাম। এর আগে আপনাদেরকে তিন কলামের (3 Column) টেমপ্লেট উপহার দেয়া হয়েছে। আজ দিচ্ছি চার কলামের (4 Columns) টেমপ্লেট। অনেকে নিজের টেমপ্লেটে একটু বেশি উইজেট (Widget) ব্যবহার করেন। তাদের জন্য এই টেমপ্লেটটি কার্যকরী হবে বলে আশা করি।

দুর্লভ - ০১:
কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* চার কলাম (4 Columns)।
* মূল পোস্ট অংশের ডানপাশে দুইটি সাইডবার (Two Sidebar on right side) ও বামপাশে একটি সাইডবার (One on left side)।
* আর্কাইভ মেনুটি (Archive Menu) স্বয়ংক্রিয়ভাবে (Automatic) যে কলামে রাখবেন সেই কলামের আকার ধারণ করবে।

ডেমো ব্লগ দেখুন
ডাউনলোড করুন, ফাইল সাইজ ৭.৩ KB
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger