অনেক সময় ওয়েবসাইট পরীক্ষা করার জন্য কিছু ডামি বাক্য তৈরি করার দরকার পরে। এজন্য আলাদাভাবে কষ্ট করে কিছু টাইপ করার দরকার নেই। আপনি মাইক্রোসফট ওয়ার্ডেই সহজে ডামি বাক্য তৈরি করতে পারেন।
অফিস ২০০৭
মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন পেজ খুলে সেখানে =lorem(5,5) লিখে এন্টার দিন। সঙ্গে সঙ্গে বেশ কিছু ডামি বাক্য তৈরি হয়ে যাবে। আর এটা কপি করে ব্যবহার করুন আপনার নমুনা পেজে।
অফিস ২০০৩
মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন পেজ খুলে সেখানে =rand(5,5) লিখে এন্টার দিন। সঙ্গে সঙ্গে বেশ কিছু ডামি বাক্য তৈরি হয়ে যাবে। আর এটা কপি করে ব্যবহার করুন আপনার নমুনা পেজে।
আশা করি এতেই আপনাদের নমুনা টেক্সট তৈরির কাজ চলবে।