ব্লগারের টেমপ্লেট সরবরাহকারী কিছু সাইট ও ব্লগ

এর আগে আমি আপনাদেরকে কয়েকজন ব্লগ হ্যাকার বা ব্লগ টিপ্‌স সাইটের নাম জানিয়েছিলাম। এইসব সাইটে (Website) ব্লগকে বিভিন্ন কাজের উপযোগী করার জন্য বিভিন্ন রকমের টিপ্‌স (Tips) ও টিউটোরিয়াল (Tutorial) পাওয়া যাবে। আপনার ব্লগকে আরও সুন্দরভাবে, কার্যকরীভাবে, পাঠকের নিকট আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য নানারকম আইডিয়া ও পরামর্শ এই সাইটগুলোতে রয়েছে। আজ আমি জানাবো টেমপ্লেট (Template) ডিজাইন সরবরাহ করে এমন কয়েকটি ওয়েবসাইটের (Website) নাম। আপনি আপনার মনমতো করে, পাঠকের নিকট মনোহর করে ব্লগটিকে উপস্থাপন করতে চান। আর এ জন্য প্রয়োজন একটি সুন্দর ও আকর্ষণীয় টেমেপ্লেটের। ব্লগার কর্তৃক সরবরাহকৃত টেমপ্লেটগুলি অনেকেই তেমন পছন্দ করেন না। যারা হয়তো বেশি সৌখিন নয়, কিংবা নিজেদের ব্লগকে সিম্পল রাখতে চান, তাদের জন্য ব্লগারের ডিফল্ট টেমপ্লেটগুলো (Default Template) হলেই চলে। কিন্তু যারা একটু চুজি, যারা নিজেদেরকে একটু অন্যরকমভাবে আকর্ষণীয়ভাবে, স্মার্টলি (Smartly) উপস্থাপন করতে চান, তাদেরকে ব্লগের ডিফল্ট টেমপ্লেটটি পরিবর্তন না করে উপায় থাকে না। তাদের জন্যই মূলত এই পোস্টটি। তবে যারা সিরিয়াস ব্লগার (Serious Blogger), তারা চান নিজেদের ব্লগটির যেন এমন একটি চেহারা থাকে, যা দেখে ব্লগের মূল উদ্দেশ্যটিকে সহজে বোঝা যায়। তাদেরকেও ব্লগের ডিফল্ট টেমপ্লেটটিকে পরিবর্তন করা দরকার।

ব্লগের টেমপ্লেট পরিবর্তন করার নিয়ম আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। তারপরও ইচ্ছে করলে আর একবার এই পোস্টটি পড়ে নিতে পারেন। তবে মনে রাখবেন টেমপ্লেট পরিবর্তন করার পূর্বে অবশ্যই আপনার বর্তমান টেমপ্লেটটি ডাউনলোড করে সেভ করে নেবেন। কারণ কোনরকম ভুলত্রুটি হয়ে গেলে তা শোধরানোর জন্য অন্য আর কোন উপায় নেই। তখন ডাউনলোডকৃত টেমপ্লেটটি আপলোড (Upload) করে নিতে হবে।

উপরের ছবিটি আর একবার দেখুন। এখানের ২ নং লাল দাগ চিহ্নিত জায়গার ব্রাউজ বাটনটি প্রেস করে হার্ডডিস্কে (Harddisk) থাকা টেমপ্লেট ফাইলটি (Template File= xml) সিলেক্ট করে আপলোড বাটনে প্রেস করুন। আপনার নতুন টেমপ্লেটটি আপলোড হয়ে যাবে।

আপনি যে সব ওয়েব সাইট (Website) থেকে নানারকম টেমপ্লেট সংগ্রহ করতে পারবেন সেগুলো হলো:
এদের মধ্যে সবচেয়ে বেশি টেমপ্লেট রয়েছে Eblogtemplates ওয়েব সাইটে। এরা সবার কাছ থেকে টেমপ্লেট সংগ্রহ করে আর নিজেরাও বেশ কিছু নতুন নতুন টেমপ্লেট তৈরি করে সাইটটিকে টেমপ্লেটের একটি ভাণ্ডারে তৈরি করেছে। আর সবচাইতে নান্দনিক সৌন্দর্য্যের টেমপ্লেট সরবরাহ করে N Design Studio, তবে অনলাইনের শত শত ওয়েব সাইটের মধ্যে নির্দিষ্ট কোন সাইটের কথা বিশেষ করে না বলাই ভালো। কারণ বিষয়টা যেহেতু সৌন্দর্যের, সেহেতু ব্যক্তিবিশেষে পছন্দের হেরফের হতেই পারে। আর এছাড়াও উপরের তালিকাটি যে সম্পূর্ণ নয় সেকথা বিনয়ের সাথে স্বীকার করছি। সেক্ষেত্রে Template, Blogger, Blogspot শব্দগুলো লিখে Google.com ব্যবহার করে সার্চ (Search) করুন। পেয়ে যাবেন অসংখ্য লিংক (Link)। আর এর মধ্যে থেকে বাছাই করে নিন মনমতো একটি টেমপ্লট (Template)। নির্বাচন করুন এমন একটি টেমপ্লেট যা আপনার ব্লগের পরিচয়কে সঠিকভাবে পাঠকের নিকট উপস্থাপন করবে (Represent Yourself)।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger