ব্লগের টেমপ্লেট পরিবর্তন করার নিয়ম আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। তারপরও ইচ্ছে করলে আর একবার এই পোস্টটি পড়ে নিতে পারেন। তবে মনে রাখবেন টেমপ্লেট পরিবর্তন করার পূর্বে অবশ্যই আপনার বর্তমান টেমপ্লেটটি ডাউনলোড করে সেভ করে নেবেন। কারণ কোনরকম ভুলত্রুটি হয়ে গেলে তা শোধরানোর জন্য অন্য আর কোন উপায় নেই। তখন ডাউনলোডকৃত টেমপ্লেটটি আপলোড (Upload) করে নিতে হবে।
উপরের ছবিটি আর একবার দেখুন। এখানের ২ নং লাল দাগ চিহ্নিত জায়গার ব্রাউজ বাটনটি প্রেস করে হার্ডডিস্কে (Harddisk) থাকা টেমপ্লেট ফাইলটি (Template File= xml) সিলেক্ট করে আপলোড বাটনে প্রেস করুন। আপনার নতুন টেমপ্লেটটি আপলোড হয়ে যাবে।
আপনি যে সব ওয়েব সাইট (Website) থেকে নানারকম টেমপ্লেট সংগ্রহ করতে পারবেন সেগুলো হলো:
- Aborregate
- Be - Insight
- Blogcrowds
- Blogger Buster
- Bloggingpro
- Blog oh blog
- Blog Skins
- Blogger Tricks
- Blogs Gone Wild
- Doxstemplates.com
- Eblogtemplates
- Finalsense
- Freetemplate.widarto.net
- Giselejaquenod
- Infocreek
- Isnaini
- JackBook
- N Design Studio
- Ourblogtemplates
- pYzam
- Themelib
- Templatepanic
- অনেকে নিজস্ব ওয়েবসাইট ছাড়া ব্লগারে (Blogger) ব্লগিং করে টেমপ্লেট (Template) প্রকাশ (Publish) ও বিতরণ (Distribution) করছে। সেরকম কয়েকটি ব্লগ হলো:
- Arephyzs.blogspot
- Bloggerplaza.blogspot
- Dicasblogger.blogspot
- Digitalmail.blogspot
- Dzelque.blogspot
- Fressblogger.blogspot
- Pannasmontata-template
- Rias-techno-wizard.blogspot
- Templatesparanovoblogger.blogspot
- Templatesparavoce.blogspot
- Themerious.blogspot
- Usuariocompulsivo.blogspot