গুগলের ক্রোম এখন পোর্টেবল পাওয়া যাচ্ছে। বর্তমানকালের আলোড়ন সৃষ্টিকারী ব্রাউজার হল এই গুগল ক্রোম। ওপেন সোর্স হওয়ার কারণে এই ব্রাউজার নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রত্যেকে নিজের নিজের চাহিদা ও রুচি অনুযায়ী গুগল ক্রোমকে পরিবর্তিত করতে পারে। এই ধারাবাহিকতায় ক্রোম এর একটি পোর্টেবল ভার্সন এর খোঁজ পাওয়া গেল।সাধারণত ক্রোম কোন আলাদা ইনস্টলার হিসেবে পাওয়া যায় না। এটাকে সরাসরি ইন্টারনেট থেকে ইনস্টল করে নিতে হয়। কিন্তু এখন থেকে আপনি ক্রোমকে আপনার ইউএসবি ড্রাইভ / মেমেরি কার্ড এ নিয়ে অনায়াসে বহন করতে পারবেন।
- এই বহনযোগ্য সংস্করণটি পাওয়া যাচ্ছে এই ওয়েব সাইটে।
- এখান থেকে ডাউনলোড করুন।
- ফাইল সাইজ ১১.৩ মে.বা।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

