ব্লগ হ্যাকার

সাধারণত ব্লগিং সাইটগুলো (Blogging site) যে ধরণের সুবিধা দেয়, তাতে বিভিন্নরকম সুবিধা থাকে না। এজন্য বিভিন্ন পদ্ধতি দিয়ে ব্লগটাকে আরও কার্যকারী ও আকর্ষণীয় করা সম্ভব। এ জন্য বেশ কিছু ওয়েবসাইট ও ব্লগ আছে যেগুলোতে বিভিন্ন টিউটোরিয়াল (Tutorial), টিপস (Tips), পরামর্শ (Suggestion), আইডিয়া (Idea) ইত্যাদি পাওয়া যায়। এগুলো থেকে ব্লগের জন্য মনের মত টেমপ্লেট, উইজেট ইত্যাদি সংগ্রহ করে নিজের ব্লগকে বিভিন্ন উপায়ে ভিজিটরদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়।

ইংলিশ এবং বিশ্বের বিভিন্ন ভাষায় এমন সাইট ও ব্লগ অনেক রয়েছে। বাংলা ভাষায় 'বাংলা হ্যাকস' সর্বপ্রথম এমন একটি ব্লগ। এই ব্লগে সম্পূর্ণ বাংলা ভাষায় বিভিন্ন রকম ব্লগিং টিপস (Blogging Tips), টিউটোরিয়াল (Tutorial) ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। আজ আমি আপনাদেরকে ইংলিশ ভাষার কিছু ব্লগ এবং ওয়েবসাইটের ঠিকানা (Website Address) দেবো, যেখান থেকে আপনারা নানা ধরণের ব্লগিং টিপস (Blogging tips) কিংবা সুন্দর সুন্দর ডিজাইনের টেমপ্লেট (Blogger template) পেতে পারেন। আর এসব ব্যবহার করে অতি সহজেই আপনার ব্লগকে ভিজিটরদের কাছে আরও আকর্ষণীয় ও প্রয়োজনীয় করে তুলতে পারেন।

নিচে এরকম কয়েকটি ইংলিশ ভাষার সাইট ও ব্লগ এর নাম দেয়া হল।
আশা করি এই সাইটগুলো আপনার কাজে লাগবে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger