উবুন্টু ১০.০৪ এ শুধু যে অপারেটিং সিস্টেমের ভার্সন নাম্বার পরিবর্তন হচ্ছে তা নয়। সাথে সাথে অপারেটিং সিস্টেমের কিছু নিজস্ব উপাদান যেমন বুটিং স্পিড, সফটওয়ার ম্যানেজমেন্ট, লোগো, বিভিন্ন আইকন, বাটন, থিম ইত্যাদিতেও পরিবর্তনের ছোঁয়া লাগতে যাচ্ছে।
লোগো এবং থিম পরিবর্তনের প্রভাব উবুন্টুর ওয়েবসাইটেও প্রতিফলিত হবে। উবুন্টুর ব্র্যান্ডিং এ এই যে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে, তার কিছু নমুনা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এরকম কিছু উদাহরণ নিচে আপনাদের উদ্দেশ্যে নিবেদন করা হল।

নতুন উবুন্টু লোগো

নতুন উবুন্টু লোগা

জুবুন্টু লোগো

স্প্রেড উবুন্টু

পরিবর্তিত উবুন্টু ফোরাম লোগো

উবুন্টু ১০.০৪ বুট স্ক্রিণ


নতুন Gtk থিম

প্রস্তাবিত সিডি কভার ডিজাইন

উবুন্টুর নতুন ডিজাইনের নতুন রঙে রাঙানো ওয়েবসাইট

নতুন থিম দিয়ে সাজানো স্প্রেড উবুন্টু সাইট

উবুন্টু ফ্রিজ সাইট

নতুন জুবুন্টু সাইট

নতুন লোগোকে মাথায় রেখে সাজানো টিশার্ট ও পিকটোগ্রাম

নোটপ্যাড

উবুন্টু লোগো ও ডিজাইনযুক্ত কিছু নিত্য ব্যবহার্য দ্রব্যাদির অলংকরণ ভাবনা। এখানে আছে মগ, কলম, ল্যাপটপ স্টিকার, পিনব্যাজ
খবর ও ছবিগুলো নেয়া হয়েছে
Brand এবং
Brand2 সাইট দুটি থেকে