উবুন্টুর নতুন লোগো, থিম, ব্রান্ড, ওয়েবসাইট ইত্যাদি

উবুন্টু ১০.০৪ এ শুধু যে অপারেটিং সিস্টেমের ভার্সন নাম্বার পরিবর্তন হচ্ছে তা নয়। সাথে সাথে অপারেটিং সিস্টেমের কিছু নিজস্ব উপাদান যেমন বুটিং স্পিড, সফটওয়ার ম্যানেজমেন্ট, লোগো, বিভিন্ন আইকন, বাটন, থিম ইত্যাদিতেও পরিবর্তনের ছোঁয়া লাগতে যাচ্ছে। লোগো এবং থিম পরিবর্তনের প্রভাব উবুন্টুর ওয়েবসাইটেও প্রতিফলিত হবে। উবুন্টুর ব্র্যান্ডিং এ এই যে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে, তার কিছু নমুনা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এরকম কিছু উদাহরণ নিচে আপনাদের উদ্দেশ্যে নিবেদন করা হল।
new ubuntu 10.04 logoনতুন উবুন্টু লোগোubuntu10.04 logoনতুন উবুন্টু লোগা
xubuntu 10.04 logoজুবুন্টু লোগোspread ubuntu logoস্প্রেড উবুন্টু
Ubuntu forum logoপরিবর্তিত উবুন্টু ফোরাম লোগো
ubuntu 10.04 lucid lynx boot screenউবুন্টু ১০.০৪ বুট স্ক্রিণnew gtk theme
ubuntu10.04 gtk themeনতুন Gtk থিম
proposed ubuntu 10.04 CD Coverপ্রস্তাবিত সিডি কভার ডিজাইন
new color theme ubuntu web siteউবুন্টুর নতুন ডিজাইনের নতুন রঙে রাঙানো ওয়েবসাইট
new spread ubuntu website
নতুন থিম দিয়ে সাজানো স্প্রেড উবুন্টু সাইটubuntu fridge websiteউবুন্টু ফ্রিজ সাইট
new xubuntu websiteনতুন জুবুন্টু সাইট
tshirt and pictogram design on new ubuntu themeনতুন লোগোকে মাথায় রেখে সাজানো টিশার্ট ও পিকটোগ্রাম
ubuntu10.4 notepad
নোটপ্যাড
ubuntu 10.04 toys and souvenirsউবুন্টু লোগো ও ডিজাইনযুক্ত কিছু নিত্য ব্যবহার্য দ্রব্যাদির অলংকরণ ভাবনা। এখানে আছে মগ, কলম, ল্যাপটপ স্টিকার, পিনব্যাজ

খবর ও ছবিগুলো নেয়া হয়েছে Brand এবং Brand2 সাইট দুটি থেকে
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger