এই বিষয়ে আমাদের পূর্বের পোস্টগুলি হল:
- খুব সহজে ব্লগার.কম এর ব্লগে Table of Contents স্থাপন করুন
- ব্লগারের ব্লগে Table of Contents স্থাপন করার পদ্ধতি
- কিভাবে বিষয় ও পোস্ট তালিকা তৈরি করা যায়?
নিচের ছবিদুটো দেখুন। আমি এতদিন উপরের তালিকার ২য় পদ্ধতির সূচীপত্র ব্যবহার করতাম। এই পদ্ধতির সূচীপত্রের ছবি দেখুন।
নিচের ছবিটি ২য় পদ্ধতির সূচীপত্রেরই ছবি, তবে একটু কাছ থেকে স্ন্যাপশট নেয়া। এই পদ্ধতিটির কয়েকটি বিশেষ সুবিধা ছিল।
এর সুবিধাগুলোর মধ্যে প্রধানতম হল, যে কোন পোস্ট যে সব লেবেলের অন্তর্ভুক্ত থেকে প্রকাশিত হয়েছে, তার সবগুলো আলাদা একটি কলামে দেখা যেত। এত প্রয়োজনীয় একটি সুবিধা থাকার পরও এটাকে কেন আমি বাদ দিলাম- এই প্রশ্ন আপনি করতেই পারেন।
আসলে কারণ একটাই, আর তা হল এর লোডিং সময় খুব বেশি লাগতো। আমার ধীরগতির ইন্টারনেট সংযোগে কমান্ড দিয়ে বসে থাকতে হত। বারান্দা থেকে ঘুরে এসেও দেখি যে সম্পূর্ণ সূচীপত্রটি লোড হয়নি।
Today we will know how to install a archive or date based "Table of contents" on blogger.com blog.
কিন্তু নতুন সূচীপত্রটি লোড হতে তেমন সময় তো নেয়ই না, তাছাড়াও এটা ব্লগে ইনস্টল করা খুব সহজ। একেবারে "জলবৎ তরলং"
This new table of contents show your blog posts on the base of archive date.
এবার বাংলা হ্যাকস এর নতুন সূচীপত্রটির স্ন্যাপশট দেখুন।
এই সূচীপত্রটি তারিখ অনুযায়ী পোস্টগুলোকে প্রদর্শন করছে। অতিরিক্ত কোন তথ্য এখানে নেই। তাই লোড হওয়ার জন্য প্রয়োজনের বেশি কোন সময় এটা ব্যয় করে না।
So it is easy to find a post searching through date.
এই সহজ সূচীপত্রটি আমাদের জন্য তৈরি করেছেন আবু ফারহান। তার ওয়েব ঠিকানা: abu-farhan.com
আসুন তাহলে জেনে নেই, কিভাবে এই নতুন সূচীপত্রটি ব্লগে ইনস্টল করতে হবেঃ
- ব্লগার.কম এ লগইন হয়ে নিন।
- New Post লেখাতে ক্লিক করে একটি নতুন পোস্ট পাতা নিন।
- পোস্ট এডিটরের ডানপাশে Edit Html লেখাতে ক্লিক করুন।
- লেখার অংশে নিচের কোডটি স্থাপন করুন।
- <script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/shrd/tocbyarchive.js"></script>
<script src="http://www.banglahacks.com/feeds/posts/default?max-results=500&alt=json-in-script&callback=loadtoc"></script> - পোস্টটি Table of Contents বা Index বা অন্য যে কোন পছন্দের নামে প্রকাশ করুন।
- পুরনো কোন তারিখে প্রকাশ করলে ব্লগের সামনের পাতায় কয়েকদিন ধরে সূচীপত্রটি লোড হয়ে থাকবে না। কিভাবে পুরনো তারিখে কোন পোস্ট প্রকাশ করবেন, তা জানার জন্য ভবিষ্যত কিংবা অতীতের কোন একটি দিনে পোস্ট করার পদ্ধতি পোস্টটি পড়ে নিন।
- উপরের কোডে banglahacks.com লেখাটি পাল্টে নিজের ব্লগের ঠিকানা লিখে দিতে ভুলবেন না যেন।
- এবার পোস্টটি পাবলিশ করুন।
- ব্রাউজারের অন্য ট্যাবে (ফায়ারফক্সে, ডাউনলোড করুন) এই পোস্টটি খুলুন।
- যতগুলো পোস্ট লিখেছেন, তার সবগুলো যে তারিখে প্রকাশিত হয়েছে সেই মাস ও তারিখ অনুযায়ী প্রদর্শিত হবে।