আজ এমন একটি টিপস জানবো, যার মাধ্যমে আমরা ইচ্ছে করলে নিজেদের ব্লগেও ঠিক একইরকম একটি ইউনিকোড বাংলা লেখার ওয়েবটুল স্থাপন করতে পারি।
Use online webtool for write unicode Bangla language.
উপরে সংযুক্ত ছবিটি দেখুন। আর ডেমো ব্লগে এর একটি নমুনা দেখুন। কি? নিজের ব্লগে এরকম একটি ইউনিকোড বাংলা লেখার প্যাড সংযুক্ত করতে ইচ্ছা হচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিচের পরামর্শগুলো অনুসরণ করুন।
ব্লগার.কম (Blogger.com) ব্লগে "ইউনিকোড বাংলা লেখার প্যাড" স্থাপন করার পদ্ধতিঃ
- ব্লগার.কম ঠিকানায় গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে নিন।
- প্রথমে "ইউনিকোড বাংলা লেখার প্যাড" এর কোড ডাউনলোড করুন এই লিংক থেকে
- এই জিপ ফাইলটির ভিতরের টেক্সট ফাইলটিতে থাকা কোডগুলি সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে নিন।
- Layout > Page Elements ট্যাবে গিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেট নিন।
- এই গেজেটের ভিতরে টেক্সট ফাইলটি থেকে কপি করে নেয়া কোড পেস্ট করে সেভ করুন।
- গেজেটটি ড্রাগ করে ব্লগের হেডারের নিচে বা পোস্টের নিচে বা একেবারে নিচের ফুটারে বা যে কোন একটি জায়গায় সরিয়ে রাখুন।
- সেভ করুন।
- ফাইল বৈশিষ্ট্য: Name: Unicode Bangla Pad, জিপ (Zip File) ফাইল। সাইজ: ৭০৯ বাইট (709 B)
- উল্লেখ্য যে এই গেজেটটিতে উইন্ডোজ কিংবা লিনাক্স যে কোন প্লাটফরম থেকে বাংলা লেখা যাবে।
"ইউনিকোড বাংলা লেখার প্যাড" এর ডাউনলোড লিংক"
This is a online unicode Bangla writing pad. If you haven't install any software, please use it.
কাস্টমাইজ করুনঃ কোডে থাকা cols="50" , rows="10" এবং font-size: 16pt কমবেশি করে টেক্সটবক্সের সাইজ (প্রস্থ এবং উচ্চতা) এবং ফন্টের আকার ছোটবড় করতে পারবেন।This is a online unicode Bangla writing pad. If you haven't install any software, please use it.
কৃতজ্ঞতা: এই টুলটি তৈরি করতে "মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০ আলফা ২ এর সহায়তা নেয়া হয়েছে।
আপডেটঃ যে সম্মানিত ব্লগারগণ নিজস্ব ডোমেইন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই প্যাডটি কাজ করবেনা। কারণ আমার নিজস্ব হোস্টিং নেই। আমি নিজে ফ্রি হোস্টিং ব্যবহার করে কোডগুলোর উন্নয়ন ঘটিয়েছি। সেক্ষেত্রে এই 'বাংলা প্যাড' শুধুমাত্র ব্লগার.কম এর ফ্রি ব্লগগুলোতেই সুন্দরভাবে কাজ করবে।
যাঁরা নিজস্ব ডোমেইন ব্যবহার করছেন, তাদের জন্য একটি জিপ ফাইল আপলোড করে দিলাম। এর ভিতরে প্রয়োজনীয় সবকটি ফাইল আছে। সেগুলো দিয়েই আপনি একটি "বাংলা প্যাড" তৈরি করে নিতে পারবেন।
পদ্ধতিঃ
- প্রথমেই এই লিংক থেকে (File name: BanglaPad.zip, Size: 10.5KB) প্রয়োজনীয় ফাইলযুক্ত জিপ ফাইলটি ডাউনলোড করুন।
- জিপ ফাইলটি আনকমপ্রেস করুন।
- ভিতরে পাঁচটি (৫) ফাইল পাবেন। js এক্সটেনযুক্ত ফাইলগুলি নিজস্ব হোস্টিং এ আপলোড করুন।
- এই js ফাইল তিনটির ডাইরেক্ট লিংক সংগ্রহ করুন। কোথাও লিখে রাখুন।
- এবার unicode bangla writing pad নামক টেক্সট ফাইলটি ওপেন করুন।
- এতে লেখা YOUR UPLOADED ****.js FILE LINK লাইনটি সঠিক ফাইলের লিংক দিয়ে আপডেট করুন।
- এবার এই টেক্সট ফাইলের ভিতরের সবগুলো কোড কপি করে নিয়ে আপনার ব্লগের কোন HTML/ Javascript গেজেটবক্সে পেস্ট করে দিন।
- ড্রাগ করে ব্লগের পছন্দমতো জায়গায় সরিয়ে নিন।
- SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনটি সংরক্ষণ করুন।
- ব্যাস হয়ে গেল।