উবুন্টুতে Goggles Music Manager ব্যবহার করুন

Goggles Music Manager for Linuxআমরা এর আগে "Listen" নামক উবুন্টু লিনাক্সের জন্য নতুন এক মিউজিক প্লেয়ার এর সাথে পরিচিত হয়েছি। এবার আমরা আর একটি মিউজিক ম্যানেজারের সাথে পরিচিত হবো। এর নাম Goggles Music Manager, এটা খুব ছোট আকারের আর Listen বা Rhymthmbox এর মতো অসংখ্য ফিচারও এতে নেই। বেশ সহজ সরল ফিচার, ব্যবহার করাও বেশ সহজ। কোনরকম ঝামেলা বা জটিলতা ছাড়াই Gapless গান শোনার জন্য এই এপ্লিকেশনটি উবুন্টুতে আপনারা ব্যবহার করতে পারেন।

লক্ষ্য করুন যে, একে মিউজিক প্লেয়ার বলা হয় নাই। বলা হচ্ছে মিউজিক ম্যানেজার। হ্যাঁ, আসলে এটা লোকাল হার্ডডিস্কে থাকা গানের সংগ্রহশালাকে স্বয়ংক্রিয়ভাবে genre, artist, album, এবং গান অনুযায়ী খুব দ্রুত সাজিয়ে নিতে পারে। এছাড়াও সহজ ট্যাগ এডিটিং ফিচার এর গুণাবলীতে অন্য এক বৈশিষ্ট্য যোগ করেছে।

আরও যেসব ফিচার এতে রয়েছে, সেগুলো হলঃ
  • Fast and light weight. Quick startup, no splash screen needed!
  • Supports Ogg Vorbis , FLAC, MP3 , MP4 , ASF and Musepack music files.
  • Support for AlbumArt embedded in tag or as separate file on disk.
  • Tag editing and file renaming capability (batch). One or more tracks may be edited at the same time.
  • Smart sorting with user configurable leading word filter to prevent sorting on common words like the, a or an.
  • Support for play lists. Play lists may be played in a certain configurable order, or browsed through like the main music library.
  • Export music library and play lists to XSPF,PLS,Extended M3U,M3U and CSV.
  • Clipboard & DND (drag-and-drop) support to arrange playlists and dragging to and from gnome / kde applications.
  • Uses xine multimedia library for gapless playback and buildin equalizer.
  • Written using FOX, one of the fastest GUI toolkits available. Support for FOX-1.6.x and the latest development version FOX-1.7.x.
  • Customizable icons. Either use buildin icons or use an existing gnome/kde icon theme.
  • Configurable user interface from minimalistic to detailed view. Full screen mode available with FOX-1.7.11.
  • Clean and fast database backend using SQLite 3.
  • last.fm audio scrobbler support. (libre.fm supported as well)
  • Replay Gain support (Ogg Vorbis, FLAC and mp3 with APE tags).
এই ছোট্ট কিন্তু কাজের এপ্লিকেশনটি অতি দ্রুত আপনার গানের সংগ্রহশালাকে তালিকাবদ্ধ করে ফেলতে পারবে। আর এ জন্য মেমরী লাগবে মাত্র ৮.২ মেগাবাইট। আর সিস্টেম রিসোর্স ব্যয় করবে মাত্র ২%।

মূলতঃ লিনাক্সের জন্য তৈরি করা এই Goggles Music Manager কে ডেবিয়ান ভিত্তিক অপারেটিং সিস্টেমেও চালানো যাবে। এর জন্য আলাদা .deb ফাইলও আছে।
প্রোজেক্ট হিসেবে চলা এই সফটওয়ারটিতে এখনও বিভিন্নপ্রকার ডেভেলপমেন্টের কাজ চলছে। বিস্তারিত তথ্য ও আনুষঙ্গিক অন্য তথ্য জানতে গুগলকোডে থাকা gogglesmm সাইটে ভ্রমণ করুন

# Goggles Music Manager কে চালাতে হলে আপনার কম্পিউটারে (উবুন্টু সিস্টেম) আগে থেকে Ubuntu Karmic Koala'র জন্য libxine1-ffmpeg একং Ubuntu Jaunty'র জন্য libxine-extracodecs ইনস্টল থাকতে হবে। যদি না থাকে তাহলে নিচের কমান্ড দুটি টার্মিনালে প্রয়োগ করে এখনি ইনস্টল করে নিন।

কারমিক কোয়ালার জন্যঃ sudo apt-get install libxine1-ffmpeg
এবং
জন্টি'র জন্যঃ sudo apt-get install libxine-extracodecs
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger