আমার কাছে সবচেয়ে মজার এবং ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় বলে মনে হয়েছে উইকিপিডিয়ার সাথে সংযুক্তির বিষয়টি। যে গানটি আপনি বাজাচ্ছেন, বা এইমাত্র বাজিয়ে শুনলেন, সেই গানটির নাম বা সেই গানের নামের সাথে সম্পর্কিত শব্দগুলো উইকিপিডিয়াতে কোথায় কিভাবে আছে, বা এই সম্পর্কে উইকিপিডিয়াতে কি তথ্য আছে, তা এক নিমেষে হাতের নাগালে এসে যায়। এছাড়াও ওই গানটি নিয়ে কি কি Events হয়েছিল বা আগামীতে হবে, গানটির লিরিক, কপিরাইট, Last.fm এ গানটি শোনার সুবিধা, ইত্যাদি পেয়ে যাবার জন্য আলাদাভাবে কোন সামান্য পরিশ্রমও আপনাকে করতে হবে না। আর বোনাস হিসেবে গানটি যে এলবামের অন্তর্ভুক্ত, তার প্রচ্ছদের ছবি তো পাবেনই।
Last.fm এর সরাসরি যোগাযোগ রয়েছে এই Listen Player এর সাথে। Last.fm থেকে তথ্য নিয়ে আপনি মনের মতো করে একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আর সম্প্রতি কি শুনলেন সেসবের তালিকা তো থাকবেই।
অনেক প্লাগইন দিয়ে সাজানো এই মিউজিক প্লেয়ারে যে সব ফিচার রয়েছে সেগুলো হলঃ
- Playlists order are keeped
- Fixed some encoding problem when downloading podcast
- Write a new API to display html
- New preference window layout
- Ensured dialog window are open on the top of main window when it was in fullscreen
- Big code cleanup with pylint
- Updated gajim api
- Suppression current playing song from gajim or pidgin status when exiting
- Fixed flickering in top left screen, when pressing cover button
- Decreased listen load time a lot
- Resolved stream end and stop to this track conflic problem
- Add viewport for webkit
Ubuntu Jaunty এবং Karmic এ লিসেন মিউজিক প্লেয়ার পাওয়ার জন্য নিচের কয়েকটি পদ্ধতি গ্রহণ করতে পারেন।
-Karmic:
32bit: listen_0.6.5-0~ppa1~karmic_i386.deb
64bit: listen_0.6.5-0~ppa1~karmic_amd64.deb
-Jaunty:
32bit: listen_0.6.5-0~ppa1~jaunty_i386.deb
64bit: listen_0.6.5-0~ppa1~jaunty_amd64.deb
Listen Music Player এর PPA যদি সিনাপ্টিকে যোগ করে নেন, তাহলে আপডেট পাওয়ার জন্য আপনাকে আর অপেক্ষা করে বসে থাকতে হবে না। অতএব উবুন্টুর ভার্সনভেদে নিচের কমান্ডগুলি টার্মিনালে লিখে দিন।
-Karmic এর জন্য
sudo add-apt-repository ppa:listen-devel/ppa
আর Jaunty এর জন্য
sudo bash -c "echo 'deb http://ppa.launchpad.net/listen-devel/ppa/ubuntu jaunty main' >> /etc/apt/sources.list"
sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys AA832887
Ubuntu Karmic or Jaunty যে কোনটাতে সরাসরি ইনস্টল করার জন্য নিচের কোডটি ব্যবহার করুন।
যদি উবুন্টু ব্যবহারকারী না হন, তাহলে অন্য লিনাক্সের জন্য এই লিংকটি ভিজিট করুন।
sudo apt-get update && sudo apt-get install listen
এপ্লিকেশনটির কিছু স্ক্রিনশট দেখতে এখানে ভিজিট করুন।