Lubuntu10.04 alpha3 (Lucid Lynx) প্রকাশিত হয়েছে

LXDE এনভায়রনমেন্ট এর ভিত্তি রেখে তৈরি করা উবুন্টুর হালকা ভার্সন Lubuntu এর নতুন রিলিজ প্রকাশিত হয়েছে। উবুন্টুর রিলিজ ক্রমিকের সাথে এটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাই দেখা যাচ্ছে যে Lubuntu 10.04 (Lucid Lynx) এর Alpha3 তে দেখা যাচ্ছে ৪টি নতুন এপ্লিকেশনের আবির্ভাব। সাথে নতুন Artwork তো আছেই।

new manu on lubuntu10.04নতুন মেনু আইকন প্যানেলের চেহারায় একটা চকচকে ভাব এসেছে
clearlooks theme lubuntu 10.04নতুন ডিফল্ট থীম হিসেবে নির্বাচন করা হয়েছে Clearlooks থীমকে
lubuntu10.04 login screenনতুন লগইন স্ক্রিন
pcmanfm2 instead of network managerNetwork Manager এর বদলে pcmanfm2
নতুন যে সব এপ্লিকেশন যোগ হয়েছে সেগুলো হলঃ
  • ডিফল্ট ব্রাউজার ক্রোমিয়াম
  • ডিফল্ট মিডিয়া প্লেয়ার Gnome-mplayer
  • Network manager বাদ দিয়ে তার জায়গায় এসেছে Wicd
  • ডিফল্ট ফাইল ম্যানেজার হিসেবে রাখা হয়েছে Pcmanfm2
ডাউনলোড ও অন্যান্য তথ্যে জন্য এই পাতাটি ভ্রমণ করুন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger