উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) (Ubuntu 10.04 Lucid Lynx alpha3) আলফা ৩ প্রকাশিত হয়েছে। মূল ভার্সন প্রকাশ হবে এপ্রিল মাসের ২৯ তারিখে। তার আগে এই ভার্সনটি আপনি শুধুমাত্র পরীক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন।যেমনটা ভাবা হয়েছিল, উবুন্টু ১০.০৪ এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যে পরিবর্তনগুলো এই আলফা ৩ সংস্করণে যোগ করা হয়েছে সেগুলো হলঃ
- জিনম (GNOME 3), নতুন ফিচারসহ
- কার্ণেল এর নতুন ভার্সন (Kernel 2.6.32-14.20)
- KDE SC 4.4
- ডিফল্ট ব্রাউজার মজিলাই (ডাউনলোড করুন) রয়েছে। কিন্তু এতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে Yahoo কে বেছে নেয়া হয়েছে। তবে ব্যবহারকারী এটাকে পরিবর্তন করতে পারবেন
- nvidia ড্রাইভার হিসেবে Nouveau' কে রাখা হয়েছে
- MeMenu এর মাধ্যমে এখন আপনি ডেস্কটপ থেকেই বিভিন্ন সামাজিক সাইটগুলোর সাথে সংযুক্ত থেকে যেতে পারবেন। টুইটার, ফেসবুক ইত্যাদিকে এই নতুন মেনুতে বিল্টইন রেখে দেয়া হয়েছে। ফলে এগুলোর ফিড দেখার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় আর দৌড়াতে হবে না।
আপনি যদি এখন উবুন্টু ৯.১০ অথবা উবুন্টু ৮.০৪ LTS ব্যবহার করে থাকেন। তাহলে আপনার মেশিনকে খুব সহজেই উবুন্টু ১০.০৪ আলফা ৩ রিলিজে আপডেট করে নিতে পারবেন।
টার্মিনালে গিয়ে শুধু নিচের কমান্ডটি দিন
update-manager -d
ডানপাশের Upgrade বোতামে ক্লিক করুন। এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।উবুন্টু ১০.০৪ আলফা ৩ রিলিজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য এই পাতাটি একবার দেখে নিতে পারেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

