উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) আলফা ৩ প্রকাশিত হয়েছে

Ubuntu 10.04 alpha3 releasedউবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) (Ubuntu 10.04 Lucid Lynx alpha3) আলফা ৩ প্রকাশিত হয়েছে। মূল ভার্সন প্রকাশ হবে এপ্রিল মাসের ২৯ তারিখে। তার আগে এই ভার্সনটি আপনি শুধুমাত্র পরীক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন।

যেমনটা ভাবা হয়েছিল, উবুন্টু ১০.০৪ এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যে পরিবর্তনগুলো এই আলফা ৩ সংস্করণে যোগ করা হয়েছে সেগুলো হলঃ
  • জিনম (GNOME 3), নতুন ফিচারসহ
  • কার্ণেল এর নতুন ভার্সন (Kernel 2.6.32-14.20)
  • KDE SC 4.4
  • ডিফল্ট ব্রাউজার মজিলাই (ডাউনলোড করুন) রয়েছে। কিন্তু এতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে Yahoo কে বেছে নেয়া হয়েছে। তবে ব্যবহারকারী এটাকে পরিবর্তন করতে পারবেন
  • nvidia ড্রাইভার হিসেবে Nouveau' কে রাখা হয়েছে
  • MeMenu এর মাধ্যমে এখন আপনি ডেস্কটপ থেকেই বিভিন্ন সামাজিক সাইটগুলোর সাথে সংযুক্ত থেকে যেতে পারবেন। টুইটার, ফেসবুক ইত্যাদিকে এই নতুন মেনুতে বিল্টইন রেখে দেয়া হয়েছে। ফলে এগুলোর ফিড দেখার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় আর দৌড়াতে হবে না।
মনে রাখতে হবে যে এটা একটা আলফা রিলিজ। তাই বেশ কিছু বাগ (BUG) এখনও থেকে গেছে। আর এটা শুধুমাত্র পরীক্ষা করার জন্যই ব্যবহার করতে হবে। কোনরকম অফিসিয়াল ব্যবহারের জন্য এই রিলিজটি এখনও উপযুক্ত হয়ে ওঠেনি। Ubuntu 10.04 alpha3 has just released. You can upgrade your Ubuntu 9.10 or Ubuntu 8.04 LTS to Ubuntu 10.04 very easily. Just type the command below on terminal and follow the instruction.
আপনি যদি এখন উবুন্টু ৯.১০ অথবা উবুন্টু ৮.০৪ LTS ব্যবহার করে থাকেন। তাহলে আপনার মেশিনকে খুব সহজেই উবুন্টু ১০.০৪ আলফা ৩ রিলিজে আপডেট করে নিতে পারবেন।

টার্মিনালে গিয়ে শুধু নিচের কমান্ডটি দিন
update-manager -d

How to upgrade to ubuntuডানপাশের Upgrade বোতামে ক্লিক করুন। এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।

উবুন্টু ১০.০৪ আলফা ৩ রিলিজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য এই পাতাটি একবার দেখে নিতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger