Translator for baby's cries

আমরা এত দিন জেনে এসেছি শিশু জন্মেই প্রথম চিতকার দিয়ে তার অস্তিত্ব এবং নিজ অধিকারের দাবী ঘোষনা করে। মা বাবা বুঝতে পারে না তাদের বাচ্চা কেন কাদছে, তার চাহিদা না মিটিয়ে কান্না থামাতে না পেরে অনেক ক্ষেত্রে নতুন মা বাবা কিছুটা হলেও বিরক্ত হয়, রাতে ঘুমের ব্যাঘাত হয়। মা বাবা যে ভাষায় কথা বলুক না কেন সমস্ত পৃথিবীর সব শিশুদের এক ভাষা, সে হচ্ছে চিতকার যা আমরা বুঝি না কিন্তু আজ একটা অবাক হবার মত সংবাদ নিয়ে এসেছি।
শিশুর কান্নার ভাষা অনুবাদ করে নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চা কেন কাঁদছে। ক্ষুধা লেগেছে, ব্যাথা পেয়েছে, শীত লাগছে না কি বিছানা বদলাতে হবে।

জাপানের Muroran Institute of Technology এর প্রফেসর তমমাসা নাগাসিমা  শিশুর কান্না বা চিৎকারের শব্দ তরঙ্গ বিশ্লেষণ করে একটি ম্যাপ তৈরী করেছেন। এই শব্দ তরঙ্গের সূত্র ধরে শিশুর চিৎকার ধ্বনি অনুবাদ করা হবে। প্রফেসর তমমাসার বিজ্ঞানি দল বর্তমানে কম্পিউটারের সাহায্যে এই অনুবাদের কাজ করছেন তবে অনতিবিলম্বে এই কৌশল বহন যোগ্য ইলেকট্রনিক ডিভাইসে এসে যাবে। আর তখন?বাচ্চা কেন কাঁদছে তা বুঝে নেয়া কোন সমস্যা হবে না।[সংবাদ সূত্র]

ইস! আমি নাকি খুব কাঁদতাম, তখন যদি আমার মা বাবা এই যন্ত্রটা পেত তাহলে তাদের এত কষ্ট হত না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger