NASA'র মহাকাশযাত্রীকে মেসেজ পাঠিয়ে দিন

এবার NASA'র মহাকাশযাত্রীর সাথে ট্যুইট বিনিময় করুন। আমরা এর আগে মঙ্গলগ্রহে নিজের প্রিয় নামটি পাঠিয়ে দিয়েছিলাম। আজ আমরা মহাকাশে থাকা আমেরিকার মহাকাশযাত্রীদেরকে ট্যুইটার ব্যবহার করে ক্ষুদে মেসেজ পাঠাবো।

আপনার যদি মাইক্রোব্লগিং প্লাটফরম টুইটারে একটি একাউন্ট থাকে, তাহলে আপনি এখনই মেসেজটি পাঠাতে পারেন। হ্যাঁ, এই পৃথিবীর বুকে বসে থেকেই আপনি মহাকাশে থাকা মহাকাশযাত্রীদেরকে মেসেজ পাঠাতে পারবেন। ভাগ্য ভালো হলে তার উত্তরও আপনি পেয়ে যাবেন। পৃথিবীবাসী সকলের জন্য এই বিরল সুযোগটি এনে দিয়েছে স্বয়ং NASA কর্তৃপক্ষ।

আপনাদের মেসেজ গ্রহণ করার জন্য আরেক Astronaut Mike Massimino বসে আছেন Houston Mission Control Center এ। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে যে ৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মহাকাশের উদ্দেশ্যের রওনা হওয়া মহাকাশযান Endeavour আগামী ১১ ফেব্রুয়ারি তারিখে মহাকাশে থাকা Space Station এ ২০ মিনিটের জন্য ডকিং করবে। সেখানে আছেন মহাকাশযাত্রী Soichi, তার ট্যুইটার একাউন্ট ঠিকানা http://twitter.com/Astro_Soichi, তিনি ইতিমধ্যে মহাকাশ থেকে তোলা পৃথিবীর বিভিন্ন অংশের ছবি তার ট্যুইটার একাউন্টে প্রকাশ করা শুরু করেছেন।

পৃথিবীর কন্ট্রোল সেন্টারে বসে থাকা মাইক মাসিমিনোর কাছে জমা হওয়া প্রশ্নগুলো ফেব্রুয়ারির ১১ তারিখে যখন মহাকাশযানটি ২০ মিনিটের জন্য স্পেশ স্টেশনে ডকিং করবে, তখন পাঠানো হবে। ১১ ফেব্রুয়ারি তারিখের মধ্যে যতগুলি মেসেজ জমা হবে, তার মধ্যে যে ক'টি পাঠানো সম্ভব তা এই ২০ মিনিটের মধ্যেই পাঠানো হবে। আর মহাকাশযানে থাকা যাত্রীরা এগুলোর মধ্যে যতগুলোর সম্ভব উত্তর পাঠাবে। ফেব্রুয়ারির ১১ তারিখে 2:24 A.M. CST সময়ে NASA Television এই প্রশ্নোত্তর পর্বটি সরাসরি সম্প্রচার করবে।
Now send message to astronaut using twitter. They are waiting for you.
আপনার যদি টুইটারে একাউন্ট থাকে, তাহলে খুব সহজে Astronaut Mike Massimino'র কাছে প্রশ্ন পাঠাতে পারবেন। তার টুইটার ঠিকানা http://twitter.com/Astro_Mike। আপনার টুইটার একাউন্টে লগইন হয়ে মেসেজবক্সে @Astro_Mike কিম্বা আপনাদের ট্যুইটের মধ্যে #askastro লিখুন। পৌঁছে যাবে মাসিমিনো'র কাছে। আজকেই ট্যুইট করুন। হাতে কিন্তু আর সময় নেই।
You can watch live Nasa tv channel on your blog using the code below.
এবার ফেব্রুয়ারির ১১ তারিখে 2:24 A.M. CST সময়ে NASA Television এ প্রচারিত প্রশ্নোত্তর পর্বটির জন্য অপেক্ষা করুন। বলা যায় না, আপনার প্রশ্নটির উত্তর মহাকাশ থেকে ফিরে আসতেও পারে।

ইন্টারনেটে NASA Television দেখার পদ্ধতিঃ
http://playlist.yahoo.com/makeplaylist.dll?id=1369080&segment=149773

উপরের লিংকটি ব্যবহার করে ইন্টারনেটে সংযুক্ত থেকে সরাসরি দেখতে পারবেন।
  • উবুন্টুতে Totem Movie Player এ দেখতে পারবেন। Open Location এ উপরের লিংকটি পেস্ট করুন।
  • উইন্ডোজ অপারেটিং সিস্টেমে'র ডিফল্ট Media Player এ উপরের লিংকটি Open করুন।
আমি এই ব্লগপোস্টে NASA Television এর কোড লাগিয়ে দিলাম। এখান থেকেও দেখতে পারবেন। বর্তমানে এখানে স্বাভাবিক দৈনন্দিন অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে।





আপনিও ইচ্ছে করলে আপনার Blogger.com ব্লগের কোন পোস্টে এই টিভি'র কোড স্থাপন করতে পারেন। একটি নতুন পোস্ট নিন। পোস্ট এডিটরের ডানপাশের কোনে থাকা Edit Html ট্যাবে ক্লিক করুন। নিচের কোডটি পেস্ট করে পোস্টটি প্রকাশ করুন।
<!-- Live NASA TV -->
<div align="center"><object id="MediaPlayer" classid="CLSID:22D6F312-B0F6-11D0-94AB-0080C74C7E95" type="application/x-oleobject" height="340" width="480"><embed showstatusbar="1" autostart="1" type="application/x-mplayer2" showtracker="1" src="http://sites.google.com/site/r1hostclub/a/nasa.asx" showdisplay="1" showcontrols="1" name="MediaPlayer1" height="340" width="480"></embed></object></div><!-- TV embed code ends -->
ব্লগপোস্টটি ব্রাউজারে দেখুন। টিভির সরাসরি সম্প্রচার আপনি বাড়িতে বসেই দেখতে পারবেন। যাঁরা নিজস্ব ডোমেইন ব্যবহার করছেন, তাঁরা লাল রঙের লাইনটি মুছে দিয়ে নিচের লাইনটি লিখে দিন।
http://www.opendrive.com/files/6079267_DbUjo/nasa.asx
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger