বরাবরের মতো এই টেমপ্লেটের সৌন্দর্যবর্ধন করতে গিয়ে আমি কোন ইমেজ ফাইল ব্যবহার করিনি। ফলে বাংলাদেশের ধীরগতির ইন্টারনেট সংযোগ দিয়েও এই টেমপ্লেটটি দ্রুত লোড হবে। ফলে আপনার ব্লগের ভিজিটররা বিরক্ত হবেন না। বাংলা ব্লগ যেন স্পষ্টভাবে দেখা যায়, সেজন্য 'আদর্শলিপি' ফন্টটিকে ডিফল্ট ফন্ট হিসেবে রাখা হয়েছে। এই সুন্দর ফন্টটি আপনার কাছে না থাকলে এখান থেকে কয়েকটি ফন্ট ডাউনলোড করে নিতে পারেন।
অতিরিক্ত যে বিশেষ বৈশিষ্ট্য এতে রয়েছে সেগুলো হলঃ
- হেডারের পাশে ৪৬৮×৬০ পিক্সেলের একটি গেজেট বক্স রয়েছে। আমি এখানে গুগলের এডসেন্স লাগিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে করলে একই সাইজের অন্য কোন গেজেট এখানে লাগাতে পারবেন।
- উপরে যাওয়ার যে বোতাম ব্লগশরীরের ডানে নীচে লাগানো আছে, তা এবার তৈরি করা হয়েছে গুগলের jquery কোড দিয়ে। ফলে ক্লিক করলে ধীরে ধীরে উপরে চলে আসবেন।
- একেবারে নিচে চারটি কলামের বদলে এবার দিয়েছি তিনটি কলাম। এর বামপাশের ও মাঝের কলামটি অপেক্ষাকৃত বড় আকারের।
- কমেন্ট বক্সে ব্লগলেখকের মন্তব্যটি নির্দিষ্ট রঙে রাঙানো থাকবে। এই রঙ এবং মন্তব্যটির বর্ডারের রঙ ব্লগারের ডিফল্ট রঙ পরিবর্তন করার জায়গা থেকে পাল্টাতে পারবেন।
Now I am publishing a new attractive colorful template for blogger.com blog.
প্রধান বৈশিষ্ট্য:
- বাংলা ভাষা সাপোর্ট।
- ৩ (তিন) কলাম।
- ব্লগের নিচের কলাম রয়েছে।
- 'বিস্তারিত পড়ুন' সুবিধাটি বিল্টইন রয়েছে
- SEO পোস্ট টাইটেল এনাবল করা আছে
- 'উপরে আসুন' বোতামটি বিল্টইন
- শরীরে বিভিন্ন জায়গার রঙ ড্যাশবোর্ডের রঙ পাল্টানোর জায়গা থেকে পাল্টাতে পারবেন।
- হেডারে ঠিক নিচে একটি মেনুবার/ ন্যাভিগেশন বার আছে।
- ব্লগসার্চ বিল্টইন
- Page background color
Outer background color
Text color
Link color
Visited link color
Link hover color
Header background color
Blog title color
Blog description color
Post title color
Post title background color
Post title hover color
Post background color
Border color
Post image border color
Post Quote left border color
Navbar background color
Navbar text color
Navbar link color
Navbar link hover color
Navbar right border color
Sidebar title background color
Sidebar title border color
Sidebar title text color
sidebar text color
Header 2 color
Profile text color
Bottom text color
Bottom top border color
Bottom title text color
Bottom title border color
Left bottom background color
Center bottom 1 background color
Center bottom 2 background color
Right bottom background color
Blog author comment background color
Blog author comment background border color
Footer background color
Footer top border color
- হেডার ইমেজ সাইজঃ ৫০০ পিক্সেল
ডানপাশের গেজেট বক্স সাইজঃ ৪৭০ পিক্সেল
ব্লগ লেখার জায়গাঃ ৫০০ পিক্সেল
বামপাশের সাইডবারঃ ১৬০ পিক্সেল
ডানপাশের সাইডবারঃ ৩২০ পিক্সেল
নিচের বামপাশের কলাম আকারঃ ৩৪০ পিক্সেল
নিচের মাঝের কলাম আকারঃ ৩৪০ পিক্সেল
নিচের ডানপাশের কলাম আকারঃ ২৫৫ পিক্সেল
* নেভিগেশন মেনুবারে (Navigation Menubar) থাকা লিংকগুলো পরিবর্তন করে নিজের পছন্দ ও প্রয়োজনমতো লিংক স্থাপন করার জন্য নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন।
Edit HTML পাতায় <div id="navigation"> কোডটি খুঁজে বের করুন। Cntrl+F চেপে সেখানে কোডটি লিখে দিলে সহজে খুঁজে পাবেন। <div id="navigation"> এর নিচের থাকা লিংকগুলো পরিবর্তন করে দিন। উপরের ছবিটি লক্ষ্য করুন। কোন কোন লিংক পরিবর্তন করতে হবে তা লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। লিংক লেখার নিয়ম জেনে নিন এই পোস্ট থেকে।
- ডেমো ব্লগ দেখুন
- ডাউনলোড করুন। ফাইল ফরমেট: জিপ (Zip) ফাইল। আকার: ৯.৮ কিলোবাইট