সুপ্রিয় পাঠক বৃন্দ, আজকের দিনের যে কম্পিউটার আমরা ব্যবহার করছি তা যদি বিছানায় শুয়ে শুয়ে নিয়ন্ত্রন করতে পারি তাহলে নিশ্চয়ই তা বেশ সুখের হবে বলে আমার মনে হয়, যেমন করছি বাসার টিভি, মিউজিক সিস্টেম বা এরকম অনেক কিছুই। যারা ল্যাপটপ ব্যবহার করে তারা অবশ্য এমনটা অনেক আগে থেকেই করছে। এমনকি ব্যাগে ভরে কাধে ঝুলিয়ে কলেজ থেকে অফিস বা গ্রামের বাড়ি যাবার সময়ও সাথে নিয়ে যাচ্ছে।
কিন্তু আজ এমন একটা কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যা আপনার ঘরেই থাকবে এবং বিছানায় শুয়ে বা সোফায় বসে অপারেট করতে পারবেন এমনকি মন চাইলে এটা দিয়েই HD টীভিও দেখতে পারবেন। IPS না কি যেন বলে ওই যা দিয়ে বিজলী না থাকলেও বৈদ্যুতিক সরঞ্জাম চালানো যায় সেটা যাদের নেই তাদের যে কি সমস্যা তা আর নতুন করে বলার অপেক্ষা থাকে না। যদিও আমি যে দেশে থাকি এখানে এই এত বছরের মধ্যে কোন দিন দেখিনি যে এক সেকেন্ডের জন্যেও বিজলী বন্ধ হয়েছে। কিন্তু এটাতে সে বালাই নেই, বিজলী নেই তো কি হয়েছে আমার ব্যাটারি আছে না?আরো আছে ওয়ারলেস কী বোর্ড/মাউজ, রিমোট কন্ট্রোল। বিছানায় লেপের নিচে শুয়ে শুয়েই মেইল দেখে নেয়া থেকে যাবতিয় সব কাজই করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে CPU এবং মনিটর আলাদা নয় এর জন্য ঘরের বারতি জায়গার কোন প্রয়োজন নেই, অহেতুক তারের জড়া জড়ি করা ঘরের মধ্যে জঙ্গলের বাসা নেই।
এর যাবতিয় ফিচার বাংলায় লেখা আমার পক্ষে সম্ভব নয় বলে আমি সরাসরি যে ভাবে ইংরেজিতে পেয়েছি তাই দিয়ে দিলাম। আপনারা নিজে দেখে নিন, এর স্বভাব, চরিত্র, গুন, বৈশিস্ট কি এবং কেমন।
অনেকেই এই জিনিস তৈরী করছে, যেমনঃ সনি, হিউলেট প্যাকার্স, ডেল অনেকেই। বিলাতের বাজারে বেশ কিছু দিন আগেই এসেছে কিন্তু সময়ের অভাবে আমি আপনাদের জানাতে পারিনি। আর দাম?খুব বেশি নয়, গুনগত মান বুঝে ৪০০-৭০০ পাউন্ড স্টার্লিঙ্গের মধ্যেই। কিছু দিনের মধ্যেই কমে যাবে। হয়তো তখন আটলান্টিক আর ভারত মহা সাগর পাড়ি দিয়ে আমাদের দেশেও পৌছে যাবে, এর মধ্যে গেছে কিনা আমার জানা নেই।
বিঃদ্রঃ এখানে যে ছবি দিয়েছি এটা নিচে দেয়া মডেলের নয়। ছবিতে যেটা দেখছেন সেটার স্ক্রীন ২২ ইঞ্চি এবং এটার স্ক্রীন ভাগ করে ঘরের এক দল টিভি দেখতে পারবে আবার একই সাথে অন্য জন কম্পিউটার চালাতে পারবে এটা টাচ স্ক্রীনেও কাজ করে, র্যাম 4 Gb, হার্ড ডিস্ক 1 Tb এবং এটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭
Model: Sony vaio PCV-V1
Mainboard
Chipset Type SiS651
Data Bus Speed 533 MHz
Monitor
Monitor Type LCD display: TFT active matrix
Diagonal Size: 15"
Max Resolution: 1280 x 768
Widescreen Display: Yes
Graphics controller
Type Integrated
Graphics Processor / Vendor SiS Real256 Shared Video Memory (UMA)
Multimedia functionality
TV Tuner Type: Analogue TV
Audio output
Type Sound card: integrated
Sound Output Mode: Stereo
Compliant Standards: AC '97
Speaker(s): 2 x right / left channel
Keyboard
Connectivity: Wireless
Mouse
Connectivity: Wireless
Operating system / software
OS Provided Microsoft Windows XP Home Edition
Software:
Microsoft Works 7.0, RealOne Player, Adobe Photoshop Elements 2.0, Adobe Premiere 6.0 LE, Norton Internet Security 2003, Sony SonicStage 1.6, Apple QuickTime 6.1, VAIO Media 2.5, Giga Pocket 5.5, Adobe Reader 6.0, Sony PictureGear Studio 2.0, Sony DVgate Plus 1.1, Sony Click to DVD 1.3
Manufacturer's product description
Is it a flat-panel TV or is it a desktop PC? Simple - it's both. Introducing the new VAIO V Series Desktop. The V1 features all your computing needs in a compact design. The wireless keyboard and mouse allows freedom from the clutter of wires so you can enjoy your computer in the same way you do your TV. With a touch of the button on the supplied remote control, you can enjoy live and recorded TV with the Giga Pocket Personal Video Recorder and never miss a sports event or your favorite drama. You can also enjoy DVD movies with the built-in DVD-RW drive as well as burn CDs to create music compilations and digital photo archives.
আমি নিজে এই মাত্র গত ক্রিস্টমাসের আগের দিন ১টা Sony vaio laptop কিনেছি আর আমার যে পেশা তাতে আমি কখন কোথায় যাই তার কোন ঠিক ঠিকানা নেই বলে লোভ থাকা সত্বেও এটা নিতে পারছি না। আপনাদের কাছে এটা কেমন লাগছে জানালে ভাল লাগত।