অনলাইনে যতক্ষণ থাকেন, ততক্ষণ কত স্পিডে সার্ফিং করছেন, আপলোড, ডাউনলোড স্পিড কত তা জানার জন্য উবুন্টুতে একটি ছোট্ট সফটওয়ার আছে। নাম NETSPEED, এটা আসলে একটি অ্যাপলেট। ডেস্কটপের উপরে থাকা প্যানেলে যোগ করে নিলেই হল। ইন্টারনেটে কত স্পিডে ব্রাউজ করছেন, তার তথ্য সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।
এই দারুণ কাজের টুলটি কিভাবে পাবেন?
সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে খোঁজ করুন। ইনস্টল করুন।
এবার কম্পিউটারে ডেস্কটপের উপরে থাকা প্যানেল মাউসের ডানবোতাম (Right Button) ক্লিক করুন।
Add to panel লেখাতে ক্লিক করুন।
যে তালিকা দেখা যাচ্ছে, সেখানেই আছে Network Manager রয়েছে। উপরের ছবিতে নীল রঙে চিহ্নিত করা হয়েছে। এবার নিচের Add লেখা বোতামে ক্লিক করুন। টুলটি প্যানেলে যোগ হয়ে গেল।
ল্যান্ডফোনের মত আইকন নিয়ে টুলটি আপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে থাকবে। বামপাশেরটা ডাউনলোড স্পিড ও ডানপাশেরটা আপলোড স্পিড। অনলাইনে কানেক্ট হওয়ামাত্র এটা একটিভ হয়ে যায়। উপরের ছবিতে দেখুন কোন সাইট আমি ব্রাউজ করছি না। তাই ডাউনলোড ও আপলোড ০ (শূন্য) দেখাচ্ছে। অ্যাপলেটটির উপরে মাউস নিয়ে গেলে আপনার কানেকশনের ধরণ দেখা যাবে।
ল্যান্ডফোন আইকনের উপরে মাউসের বাম বোতাম ক্লিক (Left click) করলে একটি মেনুবার (Menubar) খুলে যাবে। উপরের ছবিতে দেখুন। মেনুর উপরে থাকা Device Details লেখাতে ক্লিক করলে নিচের ছবির মতো করে প্রয়োজনীয় তথ্য আপনাকে সরবরাহ করা হবে।
এখানে Internet Address, Netmask, Hardware Address ইত্যাদি তথ্য মুহূর্তের মধ্যে আপনার নাগালে দেখতে পাবেন।
উপরের ছবিটি নেটস্পিড টুলের Preference, এখানে প্রয়োজনীয় অংশে টিকচিহ্ন দিয়ে তথ্য দেখতে পাবেন।
আপনি কোন মাধ্যমে অনলাইনে সংযুক্ত হয়েছেন বা হতে চান তা এখানেই নির্বাচন করতে পারবেন।