যারা নতুন সাইকেল চালানো শিখছে বা যারা সাইকেলে যাত্রী হয়ে আরোহির সাথে ছুটছে তাদের কেউ কেউ হঠাত ভুল ক্রমে বা ঝাকুনির ফলে চাকার স্পোকের ভিতর পা লেগে কেটে এক বিভতস রক্তাক্ত অবস্থা হয়ে কি এক ভোগান্তির শিকার হচ্ছে। আচ্ছা যদি এমন হয় যে সাইকেলের চাকায় কোন স্পোক থাকবে না তাহলে ব্যাপারটা কেমন হয়?চিন্তার কিছু নেই এইতো এমন এক সাইকেল খুব শিগগীরই আসছে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের তরুন উদ্দিপনা ময়ী কিছু ছাত্র আমাদের এই সব পা কাটা কাটির কথা ভেবে এমন এক সাইকেলের নক্সা তৈরী করছে। তবে এর সামনের চাকা অবশ্য যেমন ছিল তেমনই থাকবে কারন ওই চাকা নিতান্ত গোবেচারো ধরনের বলে আমাদের তেমন কোন ক্ষতি করে না। ক্ষতি যা হবার তা এই পিছনের চাকাতেই হয়।
তাহলে এবার দেখে নিন কি ভাবে এই আসাধ্য সাধন হতে যাচ্ছে।
কবে আমাদের দেশে আসে এই অপেক্ষায় রইলাম।