___
__
__
আবহাওয়া ধীরে ধীরে রুক্ষ্ম হয়ে যাচ্ছে। শীতের শেষে বসন্তের আগমনী ধ্বনি শুনেছি কয়েকদিন আগেই। চারপাশের গাছগুলোর পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। নতুন কিশলয়ের আগমনে পুরনো জীর্ণ পাতাকে বিদায় নিতেই হয়। মেঠোপথে, বুনোপথে হেঁটে গেলে টুপটাপ ঝরে যাওয়া পাতা গায়ে এসে পরে।
আমরা এর আগে ব্লগে তুষারপাথের ইফেক্ট যোগ করেছি। বসন্তের আগমনের সাথে সাথে এবার ব্লগার.কম এর ব্লগে ঝরা পাতার ইফেক্ট যোগ করে দিন। How to add falling leavs effect in blogger.com blog?
যে কোন একটি HTML/ Javascript গেজেটে নিচের কোডটুকু লিখে দিন (আসলে কপি পেস্ট করুন)। সেভ করুন। Just add the code below in a HTML/Javascript gadget and save it. You've done.
ব্যাস। হয়ে গেল। ব্রাউজারের অন্য ট্যাবে থাকা ব্লগটিকে একবার রিফ্রেস করুন।
ব্লগের উপর থেকে শরীর বেয়ে বেয়ে শুকনো ঝরে যাওয়া পাতারা পড়ে যেতে থাবকে।
<script language="JavaScript" src="http://sites.google.com/site/banglahacks/tools/falling_leaves.js">বেশ মজার তাইনা?
</script>

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

