Add snow effect on your blogger blog.
ওয়ার্ডপ্রেসের ব্লগে তুষারপাতের একটি প্লাগইন শীতকাল এলেই যোগ করে দেয়া হয়। ব্লগলেখক ইচ্ছে করলে সেটা একটিভ করতে পারেন। কিন্তু ব্লগার.কম এর ব্লগে এই ধরণের কোন প্লাগইনের কোন ব্যবস্থা নেই। তাই বলে কি আমরা বসে থাকবো? কখনো না। আমরা ছোট্ট একটি কোড স্থাপন করার মাধ্যমে ব্লগার.কম এ খোলা যে কোন ব্লগে তুষারপাতের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারি।
Add the code below in your blogger.com blogs HTML Gadget and save.
আর এই জন্য আপনাকে তেমন কঠিন কিছুই করতে হবে না। ব্লগের যে কোন HTML Gadget এর মধ্যে নিচের কোডটি কপি করে দিয়ে সেভ করুন। তারপর দেখুন, আপনার ব্লগের উপরের অংশ থেকে কেমন সাদা সাদা পেজা তুলোর মতো তুষারপাত শুরু হয়ে যায়। এখনই লাগিয়ে নিন আর উপভোগ করুন তুষারপাতের অসাধারণ মনোরম সৌন্দর্য।
Now enjoy a lovely snow effect . It will view perfectly in dark background.
# তুষারপাতের এই বিশেষ ইফেক্টটি কোনরকম ছবি ফাইল ছাড়াই তৈরি করা হয়েছে। তাই লোড হতে অতিরিক্ত কোন সময় লাগবে না।
<script src="http://sites.google.com/site/banglahacks/tools/snow.js" type="text/javascript"></script># উল্লেখ্য যে সাদারঙের ব্যাকগ্রাউন্ডযুক্ত ব্লগে তুষারপাত ভাল বোঝা যাবে না। যাদের ব্লগের ব্যাকগ্রাউন্ড কাল বা কোন গাঢ় রঙের তারা তুষারপাতের আনন্দটি ভালোভাবেই উপভোগ করতে পারবেন।
* এই দারুণ কোডটি তৈরি করেছেন Kurt Grigg, আর এটা সংগ্রহ করা হয়েছে Dynamic Drive থেকে।