কোকা-কোলা পান করুন, সেইসাথে মোবাইল ফোন চার্জ করে ফেলুন

কি? শিরোনাম পড়েই ভাবছেন তো যে এটা আবার কি? এটা কি ইয়ার্কি নাকি? নাঃ, আজকে সত্যিই প্রযুক্তির এক অন্য দিক নিয়েই এই লেখা, একেবারেই ফাজলামির ব্যাপার নয়। ভেবে দেখুন তো, এমন একটি ফোন যা কিনা Powered By Coca-Cola! হ্যাঁ, এমন একটি greenphone মডেল বানানো সম্ভব, যাতে থাকবে biodegradable ব্যাটারী, থাকবেনা Li-Ion ব্যাটারী।

Daizi Zheng তার ইউনিভার্সিটির ফাইনাল প্রজেক্ট স্বরূপ এমনই একটি মোবাইল ফোনের ধারনা আমাদেরকে দিচ্ছেন, যার ব্যাটারী প্রচলিত Li-Ion ব্যাটারীর থেকে চার গুণ বেশি চলবে। এই গ্রীনফোনের ব্যাটারী বিদ্যুত সৃষ্টি করতে পারবে কোকা-কোলার মধ্যে যে চিনির মাত্রা আছে সেটিকে উৎসেচক (enzyme) দ্বারা অনুঘটনের প্রক্রিয়ার (catalysis) মাধ্যমে। এই ব্যাটারী ফুরিয়ে গেলেই পড়ে থাকবে কেবল জল (H2O) এবং অক্সিজেন (O2)।

Daizi Zheng ওয়েবসাইট www.daizizheng.com এবং এই প্রজেক্ট বিষয়ের পাতা পাবেন এইখানে www.daizizheng.com/projects.htm তিনি এই গ্রীনফোন মডেল যদিও নোকিয়া'র জন্য ভেবেছিলেন, তবে দুঃখের বিষয় হচ্ছে যে নোকিয়া জানিয়েছে এই মডেল নাকি অত্যন্ত দূর ভবিষ্যতের ভাবনা, তাই তারা এই মডেল নিয়ে কোনো হ্যান্ডসেট বানাতে চায়না এই মুহুর্তে। তবে Daizi Zhen জানিয়েছেন যে বায়ো-ব্যাটারী নিয়ে ইতিমধ্যেই অন্যান্য বড় ইলেক্ট্রনিক কোম্পানীগুলো ভাবনাচিন্তা করছে, হয়তো আগামী পাঁচ বছরের মধ্যেই বাজারে এসে যাবে। তবে মোবাইল ফোনে পাওয়া যেতে পারে তখনই যখন মোবাইল নির্মাতারাও এগিয়ে আসবেন। ততোদিনের জন্য এটা স্বপ্ন হয়েই থাকলো...

তার ওয়েবসাইটে তিনি লিখেছেন -

"A green phone for Nokia

This is the client project for designing an eco friendly phone for Nokia. Through my research, I found that phone battery as a power source, it is expensive, consuming valuable resources on manufacturing, presenting a disposal problem and harmful to the environment. The concept is using bio battery to replace the traditional battery to create a pollution free environment. Bio battery is an ecologically friendly energy generates electricity from carbohydrates (currently sugar) and utilizes enzymes as the catalyst. By using bio battery as the power source of the phone, it only needs a pack of sugary drink and it generates water and oxygen while the battery dies out. Bio battery has the potential to operate three to four times longer on a single charge than conventional lithium batteries and it could be fully biodegradable. Meanwhile, it brings a whole new perception to batteries and afternoon tea."

 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger