নেক্সাস ওয়ানের পরে সম্ভাব্য নেক্সাস টু নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মটোরোলা শ্যাডো সম্ভবত গুগলের পরবর্তী এন্ড্রয়েড ফোন নেক্সাস টু হিসেবে আত্মপ্রকাশ করবে। চাপা গুঞ্জন চলছে এই ব্যাপারে। মটোরোলা শ্যাডো নাকি ৯ মিলিমিটার স্লিক্ হতে পারে, তাতে থাকবে সুবিশাল 854 x 480 pixels টাচস্ক্রিন ডিসপ্লে এবং QWERTY keyboard। যে ফোনে থাকবে QWERTY keyboard সেই ফোন মাত্র ৯ মিলিমিটার স্লিক্? একটু আশ্চর্য হওয়ার মতোই কথা। যাই হোক, এছাড়াও আকর্ষণ থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা যাতে 1080p ভিডিও রেকর্ডিং সম্ভব হবে।