গুগল নেক্সাস টু নিয়ে জল্পনা তুঙ্গে


নেক্সাস ওয়ানের পরে সম্ভাব্য নেক্সাস টু নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মটোরোলা শ্যাডো সম্ভবত গুগলের পরবর্তী এন্ড্রয়েড ফোন নেক্সাস টু হিসেবে আত্মপ্রকাশ করবে। চাপা গুঞ্জন চলছে এই ব্যাপারে। মটোরোলা শ্যাডো নাকি ৯ মিলিমিটার স্লিক্‌ হতে পারে, তাতে থাকবে সুবিশাল 854 x 480 pixels টাচস্ক্রিন ডিসপ্লে এবং QWERTY keyboard। যে ফোনে থাকবে QWERTY keyboard সেই ফোন মাত্র ৯ মিলিমিটার স্লিক্‌? একটু আশ্চর্য হওয়ার মতোই কথা। যাই হোক, এছাড়াও আকর্ষণ থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা যাতে 1080p ভিডিও রেকর্ডিং সম্ভব হবে।



 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger