গুগল এলার্ট দিয়ে জানুন আপনার ব্লগ কখন ইন্ডেক্স করা হচ্ছে
Posted by: Anonymous
আমরা অনেকেই গুগল ওয়েবসাইট ব্যাবহার করি বিভিন্ন তথ্য খুঁজে দেখার জন্য। আমরা এও জানি যে আমাদের ওয়েবসাইট কিম্বা ব্লগকে গুগল তার সার্চ ইঞ্জিন ইন্ডেক্সে যুক্ত করে। কিন্তু কখন করে, আপনার ব্লগ পোস্ট প্রকাশিত হওয়ার কতোক্ষণের মধ্যে গুগল রোবট তা ইন্ডেক্স করে তা কি কখনও খুঁজে দেখেছেন? অনেক ক্ষেত্রেই এমন হয় যে গুগল রোবট ৩-১০ সেকেন্ডের মধ্যেই এসে ব্লগ পোস্ট পড়ে নেয়, কিন্তু তা সার্চ ইঞ্জিনে যুক্ত করে প্রায় ২-৫ ঘন্টা পরে। অনেক ব্লগের ক্ষেত্রে আবার মাত্র ২/৩ মিনিটের মধ্যেও ইন্ডেক্স করে ফেলে। কখনও কি জানতে ইচ্ছে হয়েছে যে আপনার সাধের ব্লগকে গুগল কতোখানি মান দেয়? আপনি ব্লগ পোস্ট প্রকাশ করার কতোক্ষণ পরে তা সার্চ ইঞ্জিনে যুক্ত হয়?উপরের ছবিতে দেখা যাচ্ছে যে আমি যখন এই স্ক্রিনশট নিয়েছি তার ৫২ মিনিট আগে এই রেজাল্ট ইন্ডেক্স হয়েছে। আসলে এই রেজাল্ট গুগল ইন্ডেক্স করেছিল ৩ মিনিটের মধ্যে। কেমন করে জানলাম? জানার দুটি উপায় আছে। একটি পোস্ট প্রকাশ করেই সঙ্গে সঙ্গে blogsearch.google.com ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন আপনার ব্লগ URL, এইভাবে - blogurl:touchingtunes.blogspot.com (আপনার ব্লগের ঠিকানা দিয়ে সার্চ দেবেন)। এইভাবে দেখতে পারেন কতোক্ষণে আপনার শেষ প্রকাশিত পোস্ট ইন্ডেক্স হল। নইলে, এই সার্চ রেজাল্টের নিচেই দেখবেন Create an email alert for blogurl:touchingtunes.blogspot.com - এই জাতীয় কয়েকটি লিঙ্ক। এই লিঙ্কে গেলেই গুগল আপনাকে নিয়ে যাবে গুগল এলার্ট ওয়েবসাইটে, Create a Google Alert - এইখানে নির্দিষ্ট তথ্যাদি দিয়ে নিবন্ধন করুন, একটি মেসেজ পাবেন এইরকম - Google Alert Created Your Google Alert request [ blogurl:touchingtunes.blogspot.com ] has been created and a verification email has been sent to youremailid@mailserver.com. You will not receive Google Alerts on this topic until you click the link in the verification email and confirm your request - এর পরে আপনার ইমেইলে পাবেন লিঙ্ক, সেটিকে ক্লিক করে গুগলকে জানিয়ে দিন আপনার কনফার্মেশান। নিচের ছবিতে দেখুন।তাহলেই এর পরে থেকে গুগল যখনই আপনার ব্লগের কোনো লিঙ্ক সার্চ ইঞ্জিনে যুক্ত করবে সাথে সাথেই আপনাকেও ইমেইল করে জানাবে। আপনি সেই ইমেইল পরে পড়লেও তাতে সময় লেখা থাকবে, তাতেই জেনে যাবেন পোস্ট প্রকাশের কতোক্ষণ পরে আপনার লিঙ্ক আপডেট হয়েছে, কিম্বা আদৌ হয়েছে কিনা। বিঃদ্রঃ - যদি দেখেন আপনার লিঙ্ক আপডেট হতে দেরী হচ্ছে অনেক, মন খারাপ করবেন না। যারা ব্রেকিং নিউজ পোস্টিং করেন, তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে দেরী হলেও সমস্যা থাকেনা। গুগল কতোক্ষণে লিঙ্ক আপডেট করবে সেটা নির্ভর করে পেজর্যাঙ্কের উপরে। কোন ব্লগ কতো দামী (তথ্য ও আকর্ষনীয়তা অনুযায়ী) তার উপরেই নির্ভর করবে কতো তাড়াতাড়ি গুগল ইন্ডেক্স করবে আপনার লিঙ্ক। এছাড়াও, যদি ইউনিক কন্টেন্ট হয় আপনার ব্লগে এবং যদি চলতি সারা বছরে সার্চ হওয়া খুব মূল্যবান কিছু কীওয়ার্ড থাকে আপনার লেখার মধ্যে, তাহলেও গুগল অনেক প্রাধান্য দিয়ে ইন্ডেক্স করবে আপনার লিঙ্ক। বিশ্বের ভাষার র্যাঙ্কে বাংলার স্থান যেখানেই হোক, যেহেতু বাংলা সার্চ হয় খুব কম, তাই বাংলায় লেখা ওয়েবসাইট/ব্লগ ইত্যাদির ক্ষেত্রে গুগলের নির্দিষ্ট কোনো নিয়ম এই মুহুর্তে নেই। সারা বিশ্বে কতোজন বাঙালী আছেন যারা ইন্টারনেট ব্যাবহারকারী? এই উত্তর জানলেই মন খারাপ হবে অনেক। আরও মন খারাপ হবে এটা জানলে যে এই কতিপয় বাঙালীর মধ্যেও অনেকেই বাংলার সার্চ করেন না। তাই গুগলের মতো অতিকায় মানের সার্চ ইঞ্জিন থাকতেও আমরা বাংলার যোগ্য মান এখনো তুলে ধরতে পারিনি। তাই, বাংলাকে ভালোবাসলে মাঝে মাঝে অবশ্যই বাংলায় সার্চ করবেন। প্রয়োজন নাহলেও করবেন।