Site Meter এর কন্ট্রোল প্যানেল পরিচিতি

আমরা গত আলোচনায় নিজেদের ব্লগে সাইটমিটারের (Sitemeter)কোড স্থাপন করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন (Registration) ও সেটআপ (Setup) করতে হয়, তা জেনেছি। আজ আমরা সাইটমিটারের কন্ট্রোল প্যানেলের (control panel) কয়েকটি প্রয়োজনীয় বিষয় আলোচনা করবো। আশা করছি ইতিমধ্যে আপনারা সাইটমিটার সাইটে নিজেদের ব্লগের জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও সেটআপ সেরে ফেলেছেন। এবং কোনরকম সমস্যা ছাড়াই নিজেদের ব্লগে কোড স্থাপন করেছেন।

# প্রথমেই সাইটমিটার ওয়েবসাইটে ভ্রমণ করুন।

উপরের ছবির মতো জায়গায় সাইটমিটারে আপনার ব্লগের জন্য যে কোডটি তৈরি করেছিলেন তা এবং পাসওয়ার্ড লিখে লগইন বোতামে ক্লিক করুন। পাসওয়ার্ডটি আপনার দেয়া ইমেইল ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়েছে।
We know how to setup sitemeter in our blog. Today we will know about the control panel.
# লগইন করে সাইটমিটারের কন্ট্রোল প্যানেলে (Control Panel) প্রবেশ করেই নিচের ছবির মতো একটি পেজ আসবে।Login in sitemeter.
এই পেজে শুরু থেকে ও আজকে আপনার ব্লগে কতজন ভিজিটর এসেছেন, তারা কতগুলো পাতা দেখেছেন তার একটি সারাংশ এক ঝলক দেখানো হয়।You will view a summery of your visitor's information in here.
এখানে উপরে তিনটি লিংক আছে। যথাক্রমে statistics | manager | logout
এখানকার manager অংশের সংক্ষিপ্ত আলোচনা গত সংখ্যায় করেছি। আজ আর একটু বিস্তারিত আলোচনা করি।

MANAGER
আমি আগেই বলেছি manager অংশ দিয়ে আপনার একাউন্টটির নাম, লিংক, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, টাইমজোন ইত্যাদি পরবর্তীতে প্রয়োজনমতো পাল্টানো যায়।
বামপাশের সাইডবারে লক্ষ্য করুন।
এখানে ডিফল্টভাবে আপনি overview অংশে রয়েছেন।
  • overview : সংক্ষেপে জানানো হচ্ছে যে কি কি পরিবর্তন আপনি করতে পারবেন।
  • site information : এখানে ব্লগ বা ওয়েবসাইটের নাম, URL বর্তমান সময় এবং একটি পাতায় কতগুলি রিপোর্ট দেখতে চান, তা পরিবর্তন করতে পারবেন।
  • email address : এখানে আপনার ইমেইল ঠিকানা পাল্টাতে পারবেন।
  • stats-by-email : সাইটমিটার আপনার ব্লগে আসা ভিজিটরদের তথ্য নিয়মিতভাবে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে থাকে। আপনি প্রতিদিন অথবা সপ্তাহের ছুটির দিন কিংবা নির্দিষ্ট কোন বারে এই রিপোর্ট পেতে চান কিনা তা এখান থেকে নির্বাচন করুন।
  • site location : আপনার ব্লগ বা সাইটি পৃথিবীর ভৌগলিক কোন অংশ থেকে পরিচালনা করা হচ্ছে তা এখানে নির্বাচন করে দিন।
  • এটা এইজন্য প্রয়োজন যে পরবর্তীতে আপনার ভিজিটররা আপনার অবস্থান থেকে কতদূর থেকে এসেছেন তা বোঝা যাবে।
  • HTML code: এই অংশ থেকে আপনার প্রয়োজনীয় HTML কোড সংগ্রহ করুন। ব্লগারের ব্লগে উপরের কোড ও ওয়ার্ডপ্রেসের ব্লগে নিচের কোডটি স্থাপন করুন।
  • password: পাসওয়ার্ড পাল্টান এখান থেকে।
  • meter style: এই অংশে বিভিন্ন ডিজাইনের মিটার রয়েছে। পছন্দের একটি ডিজাইন বেছে নিন। যদি কোন ইমেজ ফাইল না দেখিয়ে ভিজিটরদের পরিসংখ্যান দেখাতে চান, তাও পারবেন এখান থেকে। আর পরিসংখ্যানের রঙ ও ফন্ট পাল্টানো সম্ভব এই একই জায়গায়। উল্লেখ্য যে, ফ্রি ইউজারদেরকে সাইটমিটার লুকানো কাউন্টার কোড দেয়না।
  • ignore visits: ভিজিটরদের পরিসংখ্যান থেকে যদি নিজের ভিজিটকে বাদ দিতে চান, তাহলে তা সম্ভব এই অংশ থেকে। তবে এটা সম্ভব যাদের নির্দিষ্ট আইপি ঠিকানা আছে, শুধু তাদের জন্য।
  • privacy level: আপনার ভিজিটরদের তথ্য আপনি কি প্রকাশ্যে রাখতে চান, নাকি আড়ালে রাখতে চান, তা নির্বাচন করুন। Normal, Midium, High এই তিনটির মধ্যে একটি বেছে নিয়ে সেভ করুন।
  • starting count: কত নম্বর থেকে ভিজিটরদের সংখ্যা গণনা করতে চান, তা এখানে লিখুন। কারও কারও দেখেছি ১০০০০০ থেকে শুরু করতে। এখানে যে কোন সময় যে কোন সংখ্যা লিখে দিতে পারেন। মূল গণনার সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
  • reset counter: যদি আবার প্রথম থেকে গণনা শুরু করতে চান, তা সম্ভব এই অংশ থেকে। পাসওয়ার্ড প্রদান করে পরিসংখ্যানকে আবার ০ শূন্য থেকে শুরু করতে পারেন।
এবার আসি Statistics অংশের আলোচনায়:
সাইটমিটারের Statistics অংশের বামপাশের সাইডবারে থাকা লিংকগুলোর ছবি
STATISTICS
  • Summary: এখানে ক্লিক করে সংক্ষেপে আপনা ব্লগ/ সাইটের ভিজিট তথ্য জানতে পারবেন।
  • Who's On?: এই মুহূর্তে কিংবা কিছুক্ষণ আগে আপনার ব্লগে কে আছেন বা ছিলেন, তা জানতে পারবেন এখান থেকে।Who are in your blog now, know it from this section.
  • Traffic Prediction: বর্তমান ভিজিটরদের সংখ্যার ভিত্তিতে আগামীতে আপনার ব্লগে কেমন ভিজিটর আসবে তার একটি ভবিষ্যত বার্তা এখানে দেখানো হয়। শেষ ঘন্টা, দিন, সপ্তাহ এবং মাসের ভিজিট ভিত্তিতে এই পরিসংখ্যানটি তৈরি করা হয়।
RECENT VISITORS: সম্প্রতি কে কে ভিজিট করলেন, তাদের বিভিন্নরকম তথ্য বিস্তারিত জানা যাবে এখান থেকে।Who are visiting your site or blog recently? Know that date from this page.
  • By Details: ভিজিটরদের বিস্তারিত তথ্য জানুন এখান থেকে।
  • By Referrals: ভিজিটররা কোত্থেকে এসেছেন, তার লিংক থাকবে এখানে।
  • By World Map: বিশ্বের কোন কোন দেশ থেকে ভিজিটররা এসেছেন, তা একবারে জানা যাবে এই অংশ থেকে। এই তথ্যটি ফ্লাশ ব্যবহার করে তথ্য প্রদান করে। অতএব আপনার ব্রাউজারে ফ্লাশ এনাবল থাকতে হবে।You need flash file to view this world map section. Enable flash in your browser.
  • By Location: সম্প্রতি আসা ভিজিটররা কোন কোন দেশ থেকে এসেছেন, তা এই অংশে ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে।Visitors came from which country, view them all.
  • By Out Clicks: ভিজিটররা কোন লিংক ধরে আপনার ব্লগ থেকে চলে গেছেন, তা জানা যাবে এই জায়গটি থেকে।Know the info about that your visitors go outside from your blog from the page.
  • By Entry Pages: ভিজিটররা আপনার ব্লগ/ সাইটের কোন পাতায় প্রথমেই প্রবেশ করেছেন তার তথ্য এখানে পাওয়া যাবে।Where are they coming from, which pages are referer to your site.
  • By Exit Pages: সম্প্রতি আসা ভিজিটররা কোন পাতায় থাকাকালীন আপনার ব্লগ থেকে চলে গেছেন তার তথ্য রয়েছে এখানে।
VISITS: এই অংশটির তথ্যগুলো লেখচিত্রের (Graph) মাধ্যমে প্রদর্শিত হয়।Show by graph.
  • Current Day: আজকের ভিজিটররা কোন ঘন্টায় কতজন এসেছেন, তা একটি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শিত হবে।How many visitor came today in which hour, view it here.
  • Previous 7 Days: গত ৭ দিনের তথ্য'র লেখচিত্র দেখুন এখানে।What about last 7 days.
  • Previous 30 Days: গত ৩০ দিনের তথ্য'র লেখচিত্র দেখুন এখানে।
  • Previous 12 Months: গত ১২ মাসের ভিজিটরদের আগমনের তথ্য'র লেখচিত্র দেখুন এখানে।
VISITS AND PAGE VIEWS: এই অংশটিতেও লেখচিত্রের মাধ্যমে ভিজিটরদের গতিপথের তথ্য সরবরাহ করা হয়।Your visitors data or statistics will show in a bar graph.
  • Current Day: আজকের তথ্য।
  • Previous 7 Days: পূর্ববর্তী সাত দিনের তথ্য।
  • Previous 30 Days: পূর্ববর্তী ৩০ দিনের তথ্য।
  • Previous 12 Months : পূর্ববর্তী ১২ মাসের তথ্য।
PAGE RANKING: আপনার ব্লগের পেজগুলি সম্পর্কে তথ্য জানুন এখান থেকে।Know page ranking of your blog.
  • Entry Pages: আপনার ব্লগ/ সাইটের কোন পাতায় ভিজিটররা বেশি ভ্রমণ করেছেন তা জানা যাবে এখান থেকে।
  • Exit Pages: আপনার ব্লগ/ সাইটের ভিজিটররা শেষ কোন পাতায় বেশি ভ্রমণ করেছেন তা জানা যাবে এখান থেকে।
আশা করি 'সাইটমিটার' সম্পর্কে প্রয়োজনীয় বেশিরভাগ তথ্য আপনাদের জানাতে পেরেছি। আপনাদের আরও কোন প্রশ্ন থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger