ব্লগে Site Meter ভিজিটর কাউন্টারের কোড স্থাপনের পদ্ধতি

আমরা এর আগে ব্লগারের ব্লগে ভিজিটরদের গতিপথ জানার জন্য বিভিন্ন রকম কাউন্টারের সাথে পরিচিত হয়েছি। এদের মধ্যে আজ আমি আলোচনা করবো বিখ্যাত ভিজিটর কাউন্টার সাইটমিটার এর ইনস্টল পদ্ধতি নিয়ে। সাইটমিটার এর সামান্য কিছু পরিচয় আমরা এর আগেই পেয়েছি

অনেক বড় বড় সাইট এই সাইটমিটার এর কাউন্টার নিজেদের সাইটে ব্যবহার করে। যে সব সাইটের ভিজিটর সংখ্যা দিনে এক লক্ষ'র চাইতে বেশি তাদের সাইটেও এই সাইটমিটার সমান তালে কাজ করে যাচ্ছে। ব্লগারের ব্লগে যারা ব্লগ লিখি, তারা অতি সহজেই একেবারে বিনেপয়সায় নিজেদের ব্লগে সাইটমিটারের কাউন্টার লাগিয়ে নিতে পারেন। উল্লেখ্য যে এদের কোড লুকিয়ে রাখার কোন ব্যবস্থা ফ্রি কাউন্টারে নেই। একটি ছোট সাইজের ছবি কিংবা ভিজিটর সংখ্যা ব্লগের শরীরের কোন জায়গায় দেখাতে হবেই। এটাকে যারা সমস্যা মনে করেন তাদের জন্য আগামীতে লিখবো 'স্টেটকাউন্টার' এবং 'গোস্টেটস' এর কথা।sitemeter is a very essential tool if you want to know your blog's visitors country, time, activity. It track all kind of information of blog reader. what they search, where they came from, what they've done etc.
সাইটমিটার এর কাউন্টার কোড ব্লগারের ব্লগে লাগানোর পদ্ধতি:How to add in blogger blog.
  • সাইটমিটারে ওয়েবসাইট লিংক www.sitemeter.com/
  • এখানে ভ্রমণ করে Signup লেখাতে ক্লিক করুন।
  • একটি সাইনআপ অপশন পাতা আসবে।
  • Free ব্যবহারকারীরা Basic Offer লেখার পাশে Signup করুন।

  • দ্বিতীয় একটি পৃষ্ঠায় আসবেন। এখানে প্রয়োজনীয় ঘরে আপনার বিভিন্ন তথ্য প্রদান করুন।
  • Your Sites Url: এর টেক্সটবক্সে (Text box) যে ব্লগ বা সাইটে কোড স্থাপন করতে চান তার ঠিকানা প্রদান করুন।Write your sites url in the textbox.
    Your Site's Name: আপনার সাইটের নাম লিখুন।Site name, more information.
    Codeman: হলো আপনার কাউন্টারটির নিজস্ব নাম। কমপক্ষে ৫টি ক্যারেক্টারের একটি নাম লিখুন।
    Your Current Time: আপনার কম্পিউটারের বর্তমান সময়টি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। না হলে নিজে থেকে সেট করুন। এবার By checking this box I agree to be bound by  Sitemeter's Terms of Service Agreement. এর পাশের বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে Next>> লেখাতে ক্লিক করুন।
  • আপনাকে পরবর্তী আরেকটি পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। এখানে আরও কিছু তথ্য আপনাকে প্রদান করতে হবে।In next page you will give more information.
  • এখানে যে সব তথ্য চাওয়া হবে তা হলো:
  • Email Address: আপনার কার্যকরী ইমেইল ঠিকানা প্রদান করুন। পাসওয়ার্ড সহ সাপ্তাহিক রিপোর্ট এই ঠিকানায় আসবে।
    Your ZIP or Postal Code: আপনি যে এলাকায় বাস করছেন সেই এলাকার পোস্ট কোড প্রদান করুন। বাংলাদেশের প্রত্যেকটি এলাকার নিজস্ব পোস্ট কোড আছে।
    Can you receive HTML email?: ইমেইলে আপনি HTML কোডযুক্ত মেইল পান কি না। বেশিরভাগ ক্ষেত্রে এটা Yes হবে। আপনি No সিলেক্ট করতে পারেন। কোন সমস্যা নেই।
    Title: আপনি যে প্রতিষ্ঠানের জন্য সাইটমিটার সংগ্রহ করছেন সেখানে আপনার পদমর্যাদা কি? ড্রপডাউন মেনু থেকে সঠিক পদ নির্বাচন করুন।
    Country: যে দেশ থেকে ব্লগ লিখছেন, সেই দেশের নাম নির্বাচন করুন। এটা প্রয়োজনীয় কারণ আপনার ভিজিটর আপনার অবস্থান থেকে কত দূর থেকে আসছে, তা পরে জানার জন্য ব্যবহৃত হবে।
    Gender: আপনি নারী নাকি পুরুষ তা নির্বাচন করুন। এটার প্রয়োজনীয়তা যে কি তা আমি বুঝতে পারিনি। যে কোন একটা সিলেক্ট করলেই হবে।
    এবার Next >> লেখা বোতাম চেপে পরের পৃষ্ঠায় চলে যান।
  • এই পেজের প্রথমেই লেখা আছে It's time to review the selections you've made before your account is created. This is your chance to catch any mistakes in your sites's url or in your email address. সাইটমিটারে দেয়া আপনার তথ্যগুলি সঠিক প্রদান করেছেন কিনা তা আর একবার দেখানো হবে। একবার পরীক্ষা করে নিন। অজানিতে ভুলতথ্য চলে যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে Next >> চেপে পরের পৃষ্ঠায় চলে যান।
  • নতুন আসা পাতার প্রথমে একটি কুকুরের ছবি থাকবে
  • এর নিচেই লেখা রয়েছে: Success! Thank You.

    The signup for your Site Meter counter is complete.

    You are now logged into your new account. If you want to get started right away, you can go directly to your account now by clicking on the manager or statistics links above. In the future you will need your Codename and Password to login.

    An email with your account Codename and Password has been sent to ********@gmail.com and should arrive shortly. Save this email in a safe place.

    IMPORTANT NOTE - If you don't receive an email from site meter please check all your email inboxes including Spam inboxes. Sometimes automatically generated emails can be flagged as Spam. 
  •  
  • আপনার সাইনআপ সম্পন্ন হয়েছে। নতুন খোলা এই পাতাটির উপরে আপনার প্রয়োজনীয় বোতামগুলো রয়েছে।
  • এখানে রয়েছে statistics | manager | logout এই তিনটি অপশন।
  • এখানে manager লেখাতে ক্লিক করুন। নতুন একটি পাতা খুলে যাবে।
  • এই পাতায় আপনার সাইটমিটার একাউন্টটির কিছু প্রয়োজনীয় সেটিংস (Settings) পরিবর্তন করতে পারবেন।You can change settings of your account here.
  • এই অংশ থেকে সাইটের নাম, ঠিকানা, ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি পরিবর্তন করা যাবে।
  • বামপাশের সাইডবারে যেখানে গাঢ় সবুজ রঙে HTML Code লেখা রয়েছে সেখানে ক্লিক করুন।
  • যে নতুন পেজটি আসবে সেখান থেকে আপনাকে কোড সংগ্রহ করতে হবে।
  • এখানে থাকা দুইরকম কোডের মধ্যে আপনার প্রয়োজনীয় কোডটি সংগ্রহ করুন।
  • প্রথমে থাকা কোডটি জাভাস্ক্রিপ্ট ভিত্তিক, এই কোডটিই ব্যবহার করুন। পরের কোডটি ব্লগভিজিটর ঠিক কোন ওয়েবসাইট থেকে এসেছে তা দেখাতে পারেনা। তবে এটা লোড হয় খুব তাড়াতাড়ি।
  • ব্লগারের ব্লগে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Layout> Page Elements ট্যাবে গিয়ে একটি নতুন HTML/ Javascript গেজেট নিয়ে সেখানে সাইটমিটারের কোড স্থাপন করুন।
  • সেভ করুন।Place the javascript code in a html gadget.
  • ব্রাউজারের (ফায়ারফক্সে, ডাউনলোড করুন) অন্য ট্যাবে থাকা ব্লগকে একবার রিফ্রেশ করে দেখুন ব্লগের নির্দিষ্ট জায়গায় নিজের ছবিটির মতো সাইটমিটারের একটি ছোট ছবি প্রদর্শিত হচ্ছে।
  • সাইটমিটারের Statistics ট্যাব সম্পর্কে আগামীতে আমরা জানবো।
  • আশা করি নিজেদের ব্লগে সঠিকভাবে সাইটমিটারে কাউন্টার কোড স্থাপন করতে পেরেছেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger