ফায়ারফক্সকে পারসোনা দিয়ে সাজিয়ে তুলুন


উপরের ছবিটি দেখুন। ফায়ারফক্স ব্রাউজারের উপরের অংশ এবং নিচের অংশ কেমন নতুন সাজে সেজেছে। আপনিও আপনার প্রিয় ফায়ারফক্সকে এমন রঙিন সাজে সাজিয়ে নিতে পারেন। আর এটা সম্ভব MozilaLabs এর Personas নামক প্রজেক্টটি থেকে।

Personas website এ ভ্রমণ করুন আর " Get Personas for Firefox - Free" লেখাতে ক্লিক করে ফায়ারফক্সের এডঅনটি (Firefox addons) ইনস্টল করে নিন। তারপর ফায়ারফক্সকে সাজিয়ে তুলুন মনের মতো করে। Install Firefox addons named personas made by mozilalabs.

কম্পিউটারে ফায়ারফক্স ব্রাউজার ইনস্টল করা নেই। তাহলে এখানে ক্লিক করে এখনি ফায়ারফক্সের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন। You can decorate your firefox in various mode.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger