খুব সহজে ব্লগার.কম এর ব্লগে Table of Contents স্থাপন করুন

আমি এর আগে ব্লগারের ব্লগে কিভাবে Table of Contents স্থাপন করতে হয় সে বিষয়ে একটি টিউটোরিয়াল (Tutorial) লিখেছিলাম। সেই টিউটোরিয়ালে দেয়া কোডগুলি স্থাপন করা বেশ কঠিন বলে আমার কোন কোন পাঠকের কাছে মনে হয়েছে। ফলে কেউ কেউ এটা স্থাপন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। আজ আমি আর একটি পদ্ধতি আপনাদেরকে জানাবো যা স্থাপন করা খুব সহজ।

প্রথমে নিজেই পদ্ধতিটি পরীক্ষা করে নিন। নিচের কোডটুকুতে ******** চিহ্ন লেখাটি পরিবর্তন করে আপনার ব্লগের নাম লিখুন। এবার সমস্ত লাইনটি কপি করে নিয়ে ব্রাউজারের এড্রেসবারে পেস্ট করে এন্টার দিন।
http://www.********.blogspot.com/search?max-results=100

দেখুন আপনার ব্লগের পোস্টগুলো ধারাবাহিকভাবে প্রদর্শিত হচ্ছে। max-results=100 এর জায়গায় প্রথমে 10 লিখে পরীক্ষা করে দেখুন কেমন দেখাচ্ছে। পরবর্তিতে যে কোন 10-100 পর্যন্ত যে কোন সংখ্যা লিখে দিতে পারবেন। 200টি পোস্টও দেখানো যাবে। তবে তা ব্লগার.কম এর নিয়মকে ভঙ্গ করে।
This is a very easy method to add a table of contents in your blog.
উপরের কোডটি থেকে প্রাপ্ত ফলাফল দেখে যদি ভাল লাগে তাহলে এই কোডটাকেই আপনার ব্লগের সাইডবারে বা মেনুবারের লিংকলিস্টে Table of Contents নামের আড়ালে রেখে দিন। লিংক লেখার নিয়ম জানুন এই পোস্ট থেকে। Write a link to this search result.


(ছবিতে ক্লিক করলে অপেক্ষাকৃত বড় ছবি দেখা যাবে)

আপনাদের বোঝার সুবিধার্থে আমি 'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ব্লগের ক্ষেত্রে পরীক্ষা করে পাওয়া রেজাল্টটির একটি স্ক্রীণশট (Screen shot) দিয়ে দিলাম। লক্ষ্য করেছেন নিশ্চয় যে যেখানে আপনার ব্লগের ক্ষেত্রে পাওয়া ফলাফলে (Search result) ব্লগের পোস্টগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে, সেখানে 'বাংলা হ্যাকস' ব্লগের ক্ষেত্রে শুধুমাত্র পোস্টের টাইটেলটাই (Post Title) প্রদর্শিত হচ্ছে। এর কারণ হল 'বাংলা হ্যাকস' ব্লগে সার্চ রেজাল্ট প্রদর্শনের জন্য একটি বিশেষ সুবিধা স্থাপন করা হয়েছে। সুবিধাটি স্থাপনের নিয়ম জানুন এই পোস্ট থেকে।
Activate the feature to show only post title on search result.
সার্চ রেজাল্টে শুধুমাত্র পোস্ট হেডার বা টাইটেল প্রদর্শনের সুবিধাটি আপনার ব্লগে কার্যকর থাকলে উপরের কোডটির ফলাফলে 'বাংলা হ্যাকস' ব্লগের মতো শুধুমাত্র পোস্ট টাইটেল দেখা যাবে।
I wish now you will not have any problem to add toc to your blogspot blog.
আশা করি এবার আর Table of Contents স্থাপন করতে কোন সমস্যা হবে না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger