যেমন:
- কে মন্তব্য করলেন- তা দেখায় না।
- কোন পোস্টে মন্তব্য করলেন- তা জানায় না।
- ৫টির বেশি মন্তব্য দেখানো সম্ভব হত না।
- মন্তব্য'র একটু সারাংশ দেখা যাবে।
- যিনি মন্তব্য করেছেন, তার নাম দেখাবে।
- কোন পোস্টে মন্তব্য করা হয়েছে, তার টাইটেল দেখা যাবে।
- আপনি যত সংখ্যা নির্বাচন করবেন ততগুলি মন্তব্য দেখা যাবে।
<script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/shrd/swrcntcmnts.js"></script><script style="text/javascript">var numcomments = 10;var showcommentdate = false;var showposttitle = true;var numchars = 50;</script><script src="/feeds/comments/default?alt=json-in-script&callback=showrecentcomments"></script>
- সেভ করুন। save now.
- অন্য ট্যাবে থাকা ব্লগটাকে একবার রিফ্রেশ করুন। Refresh your blog.
- এখানে numcomments = 10 এর বদলে যে কোন সংখ্যা লিখে দিতে পারবেন। যত সংখ্যা লিখবেন, ততগুলো মন্তব্য দেখাবে।
- আশা করি সঠিকভাবেই এই 'সাম্প্রতিক মন্তব্য' গেজেটটি স্থাপন করতে পারবেন।