ব্লগস্পটে খোলা ব্লগের জন্য একটি শক্তিশালী 'সাম্প্রতিক মন্তব্য' গেজেট

ব্লগে আসা ভিজিটরদের করা প্রতিক্রিয়া বা মন্তব্যগুলো (Comments) প্রদর্শনের একটি মজার ও ছোট গেজেটের খবর আমরা অনেকেই জেনেছি। 'বাংলা হ্যাকস' (Bangla Hacks) ব্লগের নিচে 'পাঠকের মন্তব্য' নামের গেজেটটি এই পদ্ধতিতেই স্থাপন করা হয়েছে। এই গেজেটটি খুব সহজ একটি গেজেট। কোন রকম বিশেষ রকমের কোড নিয়ে কাজ করতে হয় না। তবে এই গেজেটটির কয়েকটি সাধারণ দুর্বলতা রয়েছে।
যেমন:
  • কে মন্তব্য করলেন- তা দেখায় না।
  • কোন পোস্টে মন্তব্য করলেন- তা জানায় না।
  • ৫টির বেশি মন্তব্য দেখানো সম্ভব হত না।
এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আর একটি খুব সহজ কোড (Easy Code) সম্প্রতি করা মন্তব্যগুলোকে প্রদর্শনের জন্য ব্যবহার করতে পারি। এই কোডটির সুবিধা হলো :-
  • মন্তব্য'র একটু সারাংশ দেখা যাবে।
  • যিনি মন্তব্য করেছেন, তার নাম দেখাবে।
  • কোন পোস্টে মন্তব্য করা হয়েছে, তার টাইটেল দেখা যাবে।
  • আপনি যত সংখ্যা নির্বাচন করবেন ততগুলি মন্তব্য দেখা যাবে।
ব্লগারে লগইন করে Layout> page elements পাতায় গিয়ে একটি নতুন HTML Gadget নিন। সেখানে নিচের কোডটি কপি করে সম্পূর্ণ পেস্ট করুন।
<script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/shrd/swrcntcmnts.js"></script><script style="text/javascript">var numcomments = 10;var showcommentdate = false;var showposttitle = true;var numchars = 50;</script><script src="/feeds/comments/default?alt=json-in-script&callback=showrecentcomments"></script>
  • সেভ করুন। save now.
  • অন্য ট্যাবে থাকা ব্লগটাকে একবার রিফ্রেশ করুন। Refresh your blog.
  • এখানে numcomments = 10 এর বদলে যে কোন সংখ্যা লিখে দিতে পারবেন। যত সংখ্যা লিখবেন, ততগুলো মন্তব্য দেখাবে।
  • আশা করি সঠিকভাবেই এই 'সাম্প্রতিক মন্তব্য' গেজেটটি স্থাপন করতে পারবেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger