ব্লগারের ব্লগের জন্য নতুন "সাম্প্রতিক পোস্ট" গেজেট

ব্লগারের ব্লগের সাইডবারে সাম্প্রতিক পোস্ট (Recent posts) দেখানোর জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন রকম গেজেটের (Gadget) কথা জেনেছি। ব্লগারের পেজ এলিমেন্ট (Page elements) ট্যাবে নতুন ও ফিচারড গেজেট হিসেবে একটি সাম্প্রতিক পোস্ট গেজেটের খবরও আমরা জানি। আমরা আগে ব্লগের ফিডলিংককে (Feed Link) ফিড গেজেটে স্থাপন করেও ব্লগের নতুন পোস্টগুলোকে সূচীপত্রের মতো করে সাইডবারে (Sidebar) রেখে দিয়েছি। আজ আমরা জানবো সবচাইতে সহজ একটি পদ্ধতি যার মাধ্যমে ব্লগে লেখা নতুন পোস্টগুলোকে সাইডবারে সারিবদ্ধভাবে প্রদর্শন করা যাবে। এবং কতগুলো সাম্প্রতিক পোস্ট দেখাতে চাই, তাও নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যাবে।

কিভাবে ব্লগের সাইডবারে সাম্প্রতিক পোস্ট গেজেট স্থাপন করবো তার পদ্ধতিঃ
  • ব্লগারে লগইন করুন।
  • Layout > Page Elements এ গিয়ে যে কোন সাইডবারের Add a Gadget লেখাতে ক্লিক করে যে নতনু পেজ এলিমেন্ট তালিকা আসবে সেখান থেকে একটি HTML/ Javascript গেজেট নিন। We will know how to add recent posts gadget in blogger blog.
  • এবার এখানে নিচের কোডটুকু সম্পূর্ণ স্থাপন করুন।


  • <script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/tools/recentposts.js"></script><script style="text/javascript">var numposts = 10;var showpostdate = false;var showpostsummary = false;var numchars = 100;var standardstyling = false;</script><script src="/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=showrecentposts"></script>


  • এখানে numposts = 10 (বোল্ড করা) লেখাতে 10 সংখ্যাটি পরিবর্তন করে নিজের ইচ্ছেমতো সংখ্যা লিখে দিতে পারবেন। যত সংখ্যা লিখবেন, ততগুলো সাম্প্রতিক পোস্ট প্রদর্শন করবে। কোনরকম পরিবর্তন না করলেও হবে। শুধু কোডটুকু কপি করে নিয়ে একটি HTML/Javascripts গেজেটে স্থাপন করুন। Just copy the code into a HTML gadget.
  • অন্য ট্যাবে থাকা ব্লগটিকে একবার রিফ্রেস করুন।
  • পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন।
  • আশা করি 'সাম্প্রতিক পোস্ট' গেজেট নিয়ে আপনার এতদিনের সমস্যা আজ থেকে একেবারে দূর হয়ে যাবে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger