মন্তব্যকারীর ছবি এবার মন্তব্যঘরে দেখা যাবে

ব্লগার.কম (Blogger.com) এ খোলা ব্লগের মন্তব্যঘরে মন্তব্যকারীর 'অবতার' (Avatar) দেখা যেতোনা। ব্লগার.কম ব্যবহারকারীরা এই সুবিধাটির জন্য কর্তৃপক্ষের কাছে বহুদিন থেকেই জোর দাবী জানাচ্ছিলেন। এত দিনের অপেক্ষার শেষে এখন ব্লগার.কম এ খোলা ব্লগেও মন্তব্যকারীর ছবি দেখানোর সুবিধাটা যুক্ত করা হল। হ্যাঁ, আর এই সুবিধাটি ব্লগার.কম এর ১০ বৎসর পূর্তির আনন্দে ব্লগলিখিয়েদের জন্য একটি উপহার।

ব্লগার.কম এ খোলা ব্লগে মন্তব্যকারীর ছবি দেখানোর সুবিধাটি কিভাবে কার্যকরী করতে হবে?
  • প্রথমেই ব্লগার.কম (Blogger.com) এ আপনার গুগল আইডি ও পাসওয়ার্ড (Google ID and Password) দিয়ে লগইন (Login) করে নিন।
  • এবার সরাসরি Settings>Comments পাতায় চলে যান।
  • এই পাতায় সবার নিচে এই নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে।
  • উপরের ছবির মতো Show profile images on comments? লেখাটির পাশে Yes লেখার রেডিও বোতামে ক্লিক করুন।
  • SAVE SETTINGS লেখাতে ক্লিক করে পরিবর্তনটিকে সংরক্ষণ করুন।
  • এবার আপনার ব্লগের যে পাতায় মন্তব্য করা হয়েছে সেই পাতাটি একবার ভিজিট করুন। দেখুন তো মন্তব্যকারীদের 'অবতার' প্রদর্শিত হচ্ছে কিনা।
  • যদি কোন মন্তব্যকারীর ছবি প্রদর্শন করা না হয়, তাহলে Layout>Edit HTML পাতায় গিয়ে নিচে লেখা "Revert widget templates to default" লেখাতে একবার ক্লিক করুন।
  • সাবধান!! এই কাজটি শুধুমাত্র যাদের ব্লগের টেমপ্লেটে (Template) কোনরকম পরিবর্তন করা হয়নি তারা করবেন। কারণ এই কাজটি করার ফলে আপনার বিভিন্ন প্রয়োজনীয় গেজেট (Gadget) হারিয়ে যেতে পারে। আর সেগুলো ফিরে পাওয়া যাবে না।
  • যদি আপনার ব্লগের টেমপ্লেটটিতে কোনরকম পরিবর্তন করা হয়ে থাকে (Customized Template) , তাহলে কি করতে হবে তা পরে জানাচ্ছি।
  • আপাতত মন্তব্য পাতায় শুধুমাত্র তাদেরই ছবি বা অবতার দেখা যাবে, যাদের গুগল একাউন্ট (Google Account) আছে, এবং সেই একাউন্টে তাদের একটি নিজস্ব অবতার আপলোড (Upload) করা হয়েছে।
  • "Anonymous", "Name/URL" বা অন্যযে কোন অপশন (Option) সিলেক্ট করে যারা মন্তব্য করবেন, তাদের কোন ছবি প্রদর্শিত হবে না। OpenID, Wordpress, LiveJournal, Typepad, Gravatar অথবা AIM কোনটার 'অবতার' এই নতুন পদ্ধতিতে কাজ করবেনা। ব্লগার.কম টিম অবশ্য এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আশা করা যায়, খুব দ্রুত সবার ছবি মন্তব্যঘরের পাশে প্রদর্শন করা হবে।
খবরটি প্রকাশিত হয়েছে এই পাতায়
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger