উপরের ছবিটি লক্ষ্য করুন। এখানে সবচাইতে বেশি মন্তব্য করা হয়েছে যে পোস্টে (Most commented Post) তা রয়েছে সবার উপরে। এভাবে ধারাবাহিকক্রমে (Serially) পরপর কম মন্তব্য (Less comments) পাওয়া পোস্টগুলো প্রদর্শিত হচ্ছে। এই গেজটটির (Gadget) মাধ্যমে আপনার পাঠকরা খুব সহজে ব্লগের সবচাইতে জনপ্রিয় পোস্টটির (Popular Post) খবর জানতে পারবে। এই গেজেটটি ব্লগে স্থাপন করার পদ্ধতি বর্ণনা করছি।
- ব্লগার.কম (Blogger.coM) এ গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে (Google ID and Password) লগইন (Login) করুন।
- Layout> Page Elements পাতায় গিয়ে একটি নতুন HTML Gadget নিন।
- এই নতুন গেজেটটিতে নিচের কোডটি (Code) সম্পূর্ণ স্থাপন করুন।
<script language="JavaScript">
aBold = true;
numposts=200;
maxshowresult=5;
home_page = "http://banglahacks.blogspot.com/";
</script>
<script src="http://sites.google.com/site/banglahacks/tools/popularpostblogger-min.js" type="text/javascript"></script>- banglahacks লেখাটি পাল্টে আপনার ব্লগের নামটি লিখে দিন।
- ইচ্ছে করলে maxshowresult=5; এর সংখ্যাটি পাল্টাতে পারবেন।
- এবার গেজেটটি সাইডবারের পছন্দমতো জায়গায় ড্রাগ করে স্থাপন করুন।
- SAVE বোতামে ক্লিক করে পরিবর্তনটি সংরক্ষণ করুন।