ব্লগের লিংকগুলোকে রঙধনু রঙে রাঙিয়ে তোলার পদ্ধতি

এমন যদি হতো, ইচ্ছে হলেই উড়ে বেড়াতাম প্রজাপতির মতো। ভাবতে কতই না ভালো লাগে। এরকমই একটি আনন্দের অনুভূতি সৃষ্টি করতে সক্ষম টিপস নিয়ে আজ আমি হাজির হয়েছি। আজ আমরা আমাদের ব্লগের সবকটি লিংককে রঙধনুর (Rainbow) সাতরঙে রাঙিয়ে তুলবো।

আমাদের ব্লগের শরীরের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ব্লগের বা লেখার লিংক (Link) রেখে দেই। এই লিংকগুলোর রঙ ব্লগের ডিফল্ট রঙ পরিবর্তন করার পদ্ধতিতে পাল্টানো হয়ে থাকে। কিন্তু আজ আমি যে কোডটি আপনাদেরকে প্রদান করছি, তা যদি ব্লগের নির্দিষ্ট জায়গায় স্থাপন করেন, তাহলে সবকটি লিংকের চরিত্র পাল্টে যাবে। লিংকগুলোর উপর মাউস নিয়ে গেলেই তা রঙ পাল্টাতে শুরু করবে। রঙধনুর সাতরঙ লিংকের শরীর থেকে ঠিকরে পরবে। মনে হবে একটি রঙিন প্রজাপতি যেন লিংকগুলোর উপরে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে।
  • যথারীতি ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • এবার Layout>Edit HTML অংশে যান।
  • এখানে নিচের ছবির মতো </head> লেখাটি খুঁজে বের করুন।
  • Ctrl+F চাপলে দ্রুততম সময়ে কোড (Code) খুঁজে পাওয়া সম্ভব।
  • ঠিক এই জায়গায় অর্থাৎ </head> লেখার উপরে নিচের কোডটি স্থাপন করুন।
  • <script src='http://sites.google.com/site/banglahacks/tools/rainbowlink.js'/>
  • সেভ করুন।
  • এবার পরিবর্তনটা নিজেই পরখ করুন।
  • নমুনা দেখতে আমার 'প্রিয়ব্লগস' ভিজিট করতে পারেন।
  • কোডটি <head>লেখার ঠিক নিচেও স্থাপন করতে পারবেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger