আমাদের ব্লগের শরীরের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ব্লগের বা লেখার লিংক (Link) রেখে দেই। এই লিংকগুলোর রঙ ব্লগের ডিফল্ট রঙ পরিবর্তন করার পদ্ধতিতে পাল্টানো হয়ে থাকে। কিন্তু আজ আমি যে কোডটি আপনাদেরকে প্রদান করছি, তা যদি ব্লগের নির্দিষ্ট জায়গায় স্থাপন করেন, তাহলে সবকটি লিংকের চরিত্র পাল্টে যাবে। লিংকগুলোর উপর মাউস নিয়ে গেলেই তা রঙ পাল্টাতে শুরু করবে। রঙধনুর সাতরঙ লিংকের শরীর থেকে ঠিকরে পরবে। মনে হবে একটি রঙিন প্রজাপতি যেন লিংকগুলোর উপরে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে।
- যথারীতি ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
- এবার Layout>Edit HTML অংশে যান।
- এখানে নিচের ছবির মতো </head> লেখাটি খুঁজে বের করুন।
- Ctrl+F চাপলে দ্রুততম সময়ে কোড (Code) খুঁজে পাওয়া সম্ভব।

- ঠিক এই জায়গায় অর্থাৎ </head> লেখার উপরে নিচের কোডটি স্থাপন করুন।
<script src='http://sites.google.com/site/banglahacks/tools/rainbowlink.js'/>
- সেভ করুন।
- এবার পরিবর্তনটা নিজেই পরখ করুন।
- নমুনা দেখতে আমার 'প্রিয়ব্লগস' ভিজিট করতে পারেন।
- কোডটি <head>লেখার ঠিক নিচেও স্থাপন করতে পারবেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

