হাতে আঁকা কিছু ডিজাইনের খবর প্রকাশ হয়েছে বিখ্যাত 'স্ম্যাশিং ম্যাগাজিন (Smashing Magazine)' ওয়েব সাইটে। এই খবরে নানা ভঙ্গির, নানা রঙের নানারকম বৈচিত্র্যের মোট ৪০টি ফন্ট ডিজাইন প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে কিছু কিছু রয়েছে সম্পূর্ণ হাতে আঁকা, কিছু রয়েছে হাতে আঁকা ছবির উপরে ফটোশপ (Photoshop) ও ইলাস্ট্রেটর (Illustrator) দিয়ে স্কেচ করা। এছাড়াও কয়েকটিতে হাতে আঁকা ছবির উপরে বিভিন্ন ফন্ট (Font) ব্যবহার করে শিল্পকর্মটিকে দৃষ্টিনন্দন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ছবি নিচে প্রকাশ করলাম।




