ব্লগারের ব্লগে টেমপ্লেট পরিবর্তনের পদ্ধতি নং - ২

আমরা এর আগের একটি পোস্টে জেনেছিলাম, কিভাবে ব্লগার.কম (Blogger.com) এ খোলা ব্লগের টেমপ্লেট (Blog Template) পরিবর্তন করা যায়। সেই পোস্টে ব্লগার.কম এ ডিফল্টভাবে (Default) দেয়া যে টেমপ্লেটগুলো থাকে সেগুলো থেকে বাছাই করে একটি টেমপ্লেট নির্বাচন করে কিভাবে তা নিজের ব্লগে প্রয়োগ করা যায়, তার পদ্ধতি জেনেছিলাম। আজ আমরা জানবো বিভিন্ন ডিজাইনারের কাছ থেকে সংগ্রহ করা ব্লগ টেমপ্লেট দিয়ে কিভাবে নিজের ব্লগটিকে সাজানো যেতে পারে।

বহু পূর্বের একটি পোস্টে এই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করেছিলাম। কিন্তু কোন কোন পাঠক আরও বিস্তারিতভাবে (Details) বিষয়টি জানতে চেয়েছেন।
  • প্রথমে ব্লগার.কম এ আপনার গুগল আইডি ও পাসওয়ার্ড (Google ID and Password)  দিয়ে লগইন (Login) করুন।
  • ড্যাশবোর্ডে (Dashboard) আপনার ব্লগের নামের ঠিক নিচে Layout লেখাটিতে ক্লিক করুন।
  • লেআউট অপশনের Edit HTML লেখাতে ক্লিক করুন। পাশের ছবির মতো একটি পেজ আসবে।
  • এখানেই আপনি ব্লগের টেমপ্লেটটিকে মনের মতো করে পরিবর্তন করতে পারবেন।
  • আমার ডিজাইন করা কিংবা অন্য কারো ডিজাইন করা আপনার পছন্দের টেমপ্লেটটিকে ডাউনলোড (Download) করে কম্পিউটারের হার্ডডিস্কে (Harddisk) সেভ (Save) করে রাখুন। খেয়াল রাখবেন যে টেমপ্লেট ডিজাইনের ফাইলের শেষে 'xml' লেখা থাকবে। নামটি হবে Filename.xml - এরকম।
  • এবার লাল রঙের দাগ দেয়া জায়গাতে লেখা Browse বোতামে ক্লিক করে xml ফাইলটিকে সিলেক্ট করুন।
  • নীল রঙের দাগ দেয়া জায়গাতে লেখা Upload বোতামে ক্লিক করে টেমপ্লেটটিকে ইনস্টল করুন।
  •  
  • উপরের ছবির মতো SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তিত টেমপ্লেটটিকে সংরক্ষণ করুন।
  • আপনার ব্লগের ডিজাইন বা চেহারা পরিবর্তিত হয়ে যাবে।
  • একটি সাধারণ সমস্যা দেখা দিতে পারে। তার জন্য এই পোস্টটি পড়ুন।
  • শেষ পর্যন্ত যদি কোন সমস্যায় পড়েই যান, তাহলে আমি তো আছিই। কোনরকম ইচ্ছা প্রকাশের পূর্বে সামান্যতম দ্বিধা করবেন না বলে আশা করি।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger