টেমপ্লেট পরিবর্তন করার প্রথম পদ্ধতি:
- ব্লগার.কম এ আপনার গুগুল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ড্যাশবোর্ডে থাকা আপনার ব্লগটির Layout বোতামে মাউসের বাম বোতাম দিয়ে একবার ক্লিক করুন।
- Layout পাতার ডানপাশে লেখা Pick New Template লেখাটিতে মাউসের বাম বোতাম দিয়ে একবার ক্লিক করুন।
- ডিফল্টভাবে থাকা টেমপ্লেটের একটি তালিকা প্রদর্শিত হবে।
- নিচের ছবি দেখুন।
- এখানে মোট ৩৮টির মতো বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট (Template) ডিফল্টভাবে দেয়া হয়েছে।
- এর মধ্যে যে কোন একটি ডিজাইনের বামপাশের রেডিও বাটনে (গোল অংশ) (Radio Button) ক্লিক করে চিহ্ন দিন।
- উপরের ডানপাশে লেখা Save Template লেখাটিতে ক্লিক করে সেভ করে নিন।
- আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী ব্লগের চেহারা পরিবর্তিত হয়ে গেছে।