লিনাক্স (Linux) এমন একটি অপারেটিং সিস্টেম (Operating System) যার প্রতিটি অংশ আলাদা আলাদাভাবে বিনেপয়সায় (Free) ব্যবহারের জন্য অনলাইনে (Online) পাওয়া যায়। যে কেউ এই অংশগুলো দিয়ে নিজের মনমতো করে একটি লিনাক্স সিস্টেম বানিয়ে নিতে পারে। যারা এক্সপার্ট তারা নাহয় নিজের ইচ্ছামতো করে লিনাক্সের কাস্টমাইজ ভার্শন (Customized Version) ব্যবহার করে, কিন্তু আমাদের মতো ননটেকি (Nontechy) মানুষদের জন্য উপায় কি? আমাদের কি সাধ আহ্লাদ বলতে কিছুই নেই? অভাজনদের হতাশা দূর করতে পারে একমাত্র Puppy Linux নামের ছোট্ট বন্ধুটি। বাড়িতে ব্যবহারের জন্য ইদানীং Puppy Linux এর ব্যবহার দিনে দিনে বাড়ছে। বাড়িতে বিভিন্ন রকম কাজ করবার জন্য প্রয়োজন এমন প্রায় সব কাজ Puppy Linux দিয়ে করা সম্ভব। MP3 গান শোনা, বিভিন্ন রকমের মুভি ফরমেট চালানো, টেক্সট ভিত্তিক কাজ, হিসাব নিকাশ, ছবি আঁকা, ইমেইল চেক করা, চ্যাট করা এবং অনলাইন ভ্রমণ করা সব রকমের কাজ সম্ভব Puppy Linux দিয়ে। ছোটখাট প্রোগ্রামিং এর কাজ করতেও পাপি লিনাক্স সক্ষম। আর এই পাপি দিয়েই আজকে আমরা জানবো How to make a customized puppy linux iso এর বিভিন্ন খুঁটিনাটি দিক।
বর্তমানে অনলাইনে Puppy Linux এর ৪.২ ভার্শনটি পাওয়া যাচ্ছে। পূর্ববর্তী ভার্সনগুলোর মতো এই ভার্সনটিতে এমন একটি সুবিধা রয়েছে যার মাধ্যমে আমাদের মতো সাধারণ মানুষরাও নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করা পাপি লিনাক্স বিনা পরিশ্রমে তৈরি করতে পারেবন।
আমার কথা বলি-
- আমি প্রথমে এই পোস্টের পদ্ধতি অনুযায়ী আমার Puppy Linux কে বাংলা দেখার উপযোগী করে নিয়েছি।
- তারপর এই পোস্টের বর্ণনা অনুযায়ী পাপিতে বাংলা লেখার সফটওয়ারগুলো ইনস্টল করে নিয়েছি। ফায়ারফক্স (Firefox) ইনস্টল করেছি।
- ডেস্কটপ (Desktop) ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি, আইকন (Icon), থীম (Theme) ইত্যাদি পরিবর্তন করেছি। তারপর তৈরি করেছি একটি পাপি ISO ফাইল। এই ISO ফাইলটি বন্ধুদেরকে বিভিন্ন উৎসবে উপহার দেই। (ইনস্টলার (installer) তৈরি করে দেয়াটাই সুবিধাজনক। এতে তাদেরকে নতুন করে ISO ফাইলটি Burn করে নিতে হবে না।) তারা আমার উপহার দেয়া পাপি দিয়ে বুট করলে যে ডেস্কটপটি পাবে, তা হবে আমার পছন্দের ছবি, আইকন, কালার দিয়ে সাজানো। বাংলা দেখা ও লেখার সাপোর্ট ও ফায়ারফক্স সহ Puppy Linux পেলে নিশ্চয় তারা খুশি হবে। আপনারাও ইচ্ছে করলে আমার পদ্ধতি অনুযায়ী একটি পাপির কাস্টমাইজ ডিস্ট্রো তৈরি করে বন্ধুদেরকে উপহার হিসেবে দিতে পারেন।
- এবার মেনুতে গিয়ে Setup -> Remaster Puppy Live-CD তে ক্লিক করতে হবে। এরপর একটি উইন্ডো চালু হবে।
এই ছোট্ট প্রোগ্রামটি আপনার বর্তমান কাস্টমাইজ করা পাপি সিস্টেমের একটি স্ন্যাপশট নেবে এবং তা সিডিতে বার্ণ করবে। একটি পাপি লাইভ সিডিতে ৪টি প্রধান ফাইল থাকে। vmlinuz, isolinux.cfg, initrd.gz এবং pup_421.sfs এই নামে 421 হল বর্তমান ভার্সনের নাম্বার। কোন কোন বিশেষ পাপির লাইভ সিডিতে আর একটি পঞ্চম ফাইল নাম zdrv_421.sfs থাকতে পারে।মনে রাখতে হবে যে, pup_421.sfs (কোন ডট ছাড়া) ফাইলটিতে পাপি সিস্টেমের সবকিছু থাকে। Puppy Simple CD Remaster টিতে এই ফাইলটিকে পুনরায় তৈরি করা হবে। এখানে '/' (স্ল্যাস) এর পর যা কিছু আছে সব pup_421.sfs ফাইলটিতে সংরক্ষিত থাকবে। OK তে ক্লিক করুন।
- একটু অপেক্ষা করুন। স্ক্রিপ্টটি একে একে কম্পিউটারে লাগানো সবকটি হার্ডডিস্ক ড্রাইভ (পেনড্রাইভসহ) পরীক্ষা করে দেখবে। একটি নতুন ডায়ালগ বক্স আসবে এখানে কোনখানে নতুন তৈরি হওয়া কাস্টমাইজ পাপির ফাইলগুলি সেভ হবে তা নির্ধারণ করতে হবে।
- আপনি যে ড্রাইভে সেভ করতে চান তা সিলেক্ট করে দিন। আমি sda1 অর্থাৎ হার্ডডিস্কের প্রথম পার্টিশনটি সিলেক্ট করেছি। মনে রাখুন যে, এখানে ইনস্টল হবে না, শুধুমাত্র তৈরিকরা ফাইলটি সেভ হবে। ফলে কোন ডাটা হারানো ভয় নেই। এবার OKতে ক্লিক করে এগিয়ে যান।
- এবার আর একটি ডায়ালগ বক্স আপনাকে একটু অপেক্ষা করতে বলবে। এখানে বলা হচ্ছে যে
pup_421.sfs ফাইলটি /mnt/sda1/puppylivecdbuild/ তে তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে। অতএব অপেক্ষা করুন....... এবং অপেক্ষা করুন..... এখানে OK বাটনে ক্লিক করার প্রয়োজন নেই। যখন pup_421.sfs ফাইলটি তৈরি হবে, তখন এই উইন্ডোটি একেবারে চলে যাবে। অতএব আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে।
- একপর্যায়ে এই উইন্ডোটি চলে গিয়ে আরেকটি উইন্ডো (window) আসবে। সেখানে OK তে ক্লিক করুন।
- এবার যে উইন্ডোটি আসবে সেখানে একটু কাস্টমাইজের অপশন আসবে। বলা হচ্ছে যে-
আপনি যদি শুধুমাত্র বর্তমান পিসিটিতেই নতুন পাপি লাইভ সিডিটি (Live CD) ব্যবহার করেন, তাহলে কিবোর্ড (Keyboard), মাউস (Mouse) ইত্যাদির সেটিংস (Settings) পরিবর্তন করতে পারেন। কিন্তু যদি একাধিক পিসিতে এই লাইভ সিডিটি চালাতে চান তাহলে মাউস, কিবোর্ডের সেটিংস পরিবর্তন করার দরকার নাই। আর সেজন্য NO চাপতে হবে।
- NO চেপে এগিয়ে যান।
অসমাপ্ত