Puppy Linux এ Unijoy Keyboard এ বাংলা লেখার পদ্ধতি

আমরা এর আগে জেনেছি পাপি লিনাক্সে কিভাবে ফন্ট ইনস্টল (Font Install) করতে হয়। ইউনিকোড (Unicode) বা আসকি (ASCII) যেকোন রকমের ফন্ট এই পদ্ধতিতে Puppy Linux এ ইনস্টল করে নিন। বাংলা ব্লগ বা ওয়েবসাইটগুলো (Bangla Blog or Bangla Website) পরিষ্কারভাবে দেখতে পারলে বুঝতে পারবেন আপনার সিস্টেমে (System) সঠিকভাবে ফন্টগুলি ইনস্টল করা হয়েছে। আজ আমরা জানবো কিভাবে Puppy linux এ বাংলা লেখা যায় তার পদ্ধতি। অন্যান্য লিনাক্সের (Linux) মতো পাপি লিনাক্সেও SCIM ব্যবহার করে ইউনিকোড বাংলা লিখতে পারেন। UNIJOY পদ্ধতিতে বাংলা লেখার জন্য এই মুহূর্ত পর্যন্ত SCIM এর কোন বিকল্প অনলাইনে আসেনি। তাই আমাদেরকেও SCIM এর উপর নির্ভর করতে হবে।

SCIM ডাউনলোড ও ইনস্টল করা
  • আমাদেরকে প্রথমে অনলাইনে কানেক্ট হয়ে SCIM ডাউনলোড করতে হবে। আপনাকে মোট ৫টি (পাঁচ) ফাইল ইন্টারনেট (Internet) থেকে ডাউনলোড (Download) করে নিয়ে ইনস্টল করতে হবে। পাপির ডিফল্ট ডাউনলোড ম্যানেজার (Default Download Manager) দিয়ে এই ফাইলগুলো ডাউনলোড করা যাবে।
  • ফাইলগুলো হল:
  1. m17n-db-1.5.1-i486.pet (1.6MB)
  2. m17n-lib-1.5.1-i486.pet (826KB)
  3. scim-m17n-0.2.2-i486.pet (131KB)
  4. scim-bridge-0.4.15-i486.pet (352KB)
  5. scim-1.4.7-i486.pet (4.7MB)
  • http://www.puppylinux.ca/members/Irihapeti
    http://www/puppylinux.asia/members/Irihapeti এই ঠিকানাদুটিতে গিয়ে উপরের ফাইলগুলোর লিংক পাবেন। একবার ক্লিক করলে পাপি লিনাক্সের ডিফল্ট ডাউনলোড ম্যানেজারে ফাইলগুলো চলে আসবে। তারপর সেখান থেকেই এক এক করে সফটওয়ারগুলি ইনস্টল করে নিন।
  • যদি পাপি লিনাক্সে ইন্টারনেটে কানেক্ট হতে না পারেন, তাহলে Windows থেকে BanglaHelp  ব্লগসাইটের আপলোড করা এই জিপ ফাইলটি (Zip File, 7.5 MB) ডাউনলোড করে নিতে পারেন। পাপিতে লগইন করে এই জিপ ফোল্ডারটি আনজিপ (Unzip) করে নিন। তারপর ভিতরে থাকা সবকটি .pet ফাইলে একবার করে ক্লিক করুন। উপরে দেয়া নামের ধারাবাহিক ক্রম অনুযায়ী (Serial) সফটওয়ারগুলো ইনস্টল করুন।
SCIM Setup
  • scim সফটওয়ারগুলো ইনস্টল করার পর কম্পিউটারের X-Window রিস্টার্ট করতে হবে।
  • Shutdown -> Restart X Server দিলেই হবে।
  • এবার কম্পিউটারের ডেস্কটপ চালু হবার সাথে সাথে SCIM চালু হয়ে যাবে।
  • যে কোন একটি টেক্ট এডিটর (Text Editor) চালু করুন। নিচের মেনুবারের (Menubar) ডানকোনায় scim -কে দেখা যাবে। সেখানে মাউসের রাইট ক্লিক (Right Click) করলে যে পপ আপ মেনু (Pop up menu) আসবে সেখান থেকে scim setup ক্লিক করুন।
  • সেটআপ উইন্ডোর Global Setup এ আসুন। এবার Disable All এ একবার ক্লিক করে নিন। তারপর Bengali এর bn-unijoy সিলেক্ট করুন। Ok করে Quit হোন। আবার কম্পিউটারের X-Window রিস্টার্ট করুন।
SCIM চালু করন
  • যে কোন টেক্সট এডিটর (Text Editor) খুলে Ctrl+Spacebar চাপুন। মেনুবারের ডানকোণায় (নিচে) scim সেটআপ অনুযায়ী বাংলা কিবোর্ড একটিভ (Active) হয়ে যাবে। (নিচের ছবি দেখুন।)
  • পাপি লিনাক্স এর এই কনফিগারেশনটি (Configuration) লাইভ সিডি (Live CD) চালিয়ে করতে পারবেন। সব কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হলে পাপি লিনাক্সে বাংলা দেখা ও লেখাতে কোনরকমা সমস্যা হবার কথা নয়। পাপি'র লাইভ সিডিতে (Live CD) এই কনফিগারটি চালু করলেও তা কোথাও সেভ (Save) করে রাখতে হবে। যখন Shutdown করবেন, তখন পাপি সেভ হতে চাইবে। একটি পেনড্রাইভে সেভ করুন। পরবর্তীতে লাইভ সিডি চালিয়ে পাপি লিনাক্স (Puppy Linux) ওপেন হবার সময় পেনড্রাইভটি (Pendrive) ব্যবহার করুন। আপনার সমস্ত কনফিগারেশন অপরিবর্তিতভাবে পেয়ে যাবেন।
×× পাপি লিনাক্স বিষয়ক লেখাগুলি সব পাপি লিনাক্স থেকেই লেখা হচ্ছে এবং হবে।
কৃতজ্ঞতা: BanglaHelp
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger