বাংলায় উবুন্টুর একটি সহায়িকা তৈরি করা হয়েছে। আর এই জটিল কাজটি করেছেন মো: তারেক হাসান। তিনি আমাদের প্রযুক্তি ফোরামে একটি পোস্টে জানিয়েছেন যে উবুন্টু নিয়ে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে, তা সংক্ষেপে তিনি একটি ফাইলে সংগ্রহ করেছেন। নতুন যারা উবুন্টু লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এই ইবইটি খুব উপকারে লাগবে। উবুন্টু লিনাক্সা সম্পর্কে প্রাথমিক ধারণার সাথে সাথে কিভাবে বিভিন্নরকম কাজ উবুন্টুতে করা যাবে তা নিয়ে রয়েছে তথ্যবহুল আলোচনা। বিভিন্নরকম কমান্ড ও প্রশ্নের উত্তর এখানে স্পষ্টভাবে তুলে দেয়া হয়েছে।সূচীপত্র সাজানো হয়েছে মোট ৩৬টি প্রশ্ন দিয়ে। লিংকযুক্ত প্রশ্নগুলোকে ক্লিক করলে নির্দিষ্ট উত্তরের জায়গায় চলে যাওয়া যায়। এই পদ্ধতিটিকে আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়েছে। সূচীপত্রের কয়েকটি প্রশ্ন হল:
- উবুন্টু কিভাবে ইনস্টল করবেন?
- উবুন্টুতে ইন্টারনেট কানেকশন কিভাবে দেবেন?
- উবুন্টুতে অডিও ও ভিডিও গান কিভাবে চালাবেন?
- উবুন্টুতে বাংলা সাপোর্ট কিভাবে ইনস্টল করবেন?
- কোন ফোল্ডার ল্যানে শেয়ার দেব কিভাবে?
- পেনড্রাইভ ফরম্যাট করব কিভাবে?
- কমান্ড লাইন কি?
- উবুন্টুর মাই ডকুমেন্ট ফোল্ডার কোনটি?
- সি ড্রাইভ বা ডি ড্রাইভ এভাবে অন্যান্য ড্রাইভ চিনবো কিভাবে?
- ফন্ট ফোল্ডার কোনটি? অর্থাৎ কিভাবে নতুন ফন্ট যেমন ইউনিকোড ফন্টগুলো ইনস্টল করব?
- উবুন্টুর কিছু মৌলিক ধারণা
ফাইল সাইজ: 216.26 কি.বা.

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

