লিনাক্স সম্পর্কিত দুটো ঠিকানা

লিনাক্সের অনেক কাজ এখনও উইন্ডেজের কমান্ডপ্রম্পটের মতো কমান্ড দিয়ে করতে হয়। কিন্তু অনেকের কাছে এই কমান্ড কনসোলে কাজ করাটা কঠিন মনে হয়। তাছাড়া প্রয়োজনীয় কমান্ডগুলোর তালিকাও পাওয়া সাধারণভাবে সহজ নয়। কিন্তু linuxcommand.org সাইটটিতে লিনাক্সের মাধ্যমে বিভিন্নরকম কাজ করার জন্য অসংখ্য কমান্ড রয়েছে। এখানে একেবারে নবীস যারা তাদের বোঝার সুবিধার্থে সহজ করে কমান্ডগুলোকে উপস্থাপন করা হয়েছে।
আগ্রহী লিনাক্সের ব্যবহারকারীগণ এই সাইটটি ঘুরে ফিরে দেখতে পারেন। সেইসাথে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় সমান্ডসমূহ।

লিনাক্স নিয়ে একটি দারুণ ব্লগের দেখা পেলাম। http://100distros.blogspot.com ঠিকানার ব্লগটিতে লিনাক্সের ১০০টি ডিস্ট্রো সম্পর্কে আলোচনা করা হবে বলে কথা দেয়া হয়েছে। ব্লগার নিজে প্রত্যেকটি লিনাক্স ডিস্ট্রিবিউশনকে ইনস্টল করবেন। এই প্রক্রিয়ায় তার যেসব অভিজ্ঞতা হবে, ওই ডিস্ট্রিবিউশনটির কোন কোন দিক ভাল লাগছে ইত্যাদি নিয়ে ওই ডিস্ট্রিবিউশন থেকে ইন্টারনেটে কানেক্ট হয়ে একটি পোস্ট লিখবেন-- এমন কথা তিনি পাঠকদের জানিয়েছেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger