আগ্রহী লিনাক্সের ব্যবহারকারীগণ এই সাইটটি ঘুরে ফিরে দেখতে পারেন। সেইসাথে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় সমান্ডসমূহ।
লিনাক্স নিয়ে একটি দারুণ ব্লগের দেখা পেলাম। http://100distros.blogspot.com ঠিকানার ব্লগটিতে লিনাক্সের ১০০টি ডিস্ট্রো সম্পর্কে আলোচনা করা হবে বলে কথা দেয়া হয়েছে। ব্লগার নিজে প্রত্যেকটি লিনাক্স ডিস্ট্রিবিউশনকে ইনস্টল করবেন। এই প্রক্রিয়ায় তার যেসব অভিজ্ঞতা হবে, ওই ডিস্ট্রিবিউশনটির কোন কোন দিক ভাল লাগছে ইত্যাদি নিয়ে ওই ডিস্ট্রিবিউশন থেকে ইন্টারনেটে কানেক্ট হয়ে একটি পোস্ট লিখবেন-- এমন কথা তিনি পাঠকদের জানিয়েছেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

