বিশ্বের উচ্চতম ও ক্ষুদ্রতম ওয়েবসাইট

বিশ্বের উচ্চতম ওয়েবসাইট:
বিশ্বের সবচেয়ে উচ্চতম বা লম্বা বা দীর্ঘতম ওয়েবসাইট হল World Highest Website
এই ওয়েবসাইট প্রায় ১৮.৯৩৯ কিলোমিটার (প্রায় ১১.৭৬৯ মাইল) দীর্ঘ। এতে প্রয়োজনীয় কনটেন্ট তেমন কিছুই নাই। শুধুমাত্র মজা বা রেকর্ড গড়ার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। মাউসের স্ক্রলবাটন ঘুরিয়ে ঘুরিয়ে যদি এই ওয়েবসাইটের নীচের দিকে নামতে শুরু করা যায়, তাহলে হয়তো কয়েক ঘন্টা লেগে যাবে নিচে পৌছাতে। এজন্য একটা এলিভেটরের ব্যবস্থা রয়েছে এই সাইটে। এক ক্লিকেই নিচে চলে যাওয়া বা উপরে আসার জন্য এই এলিভেটর ব্যবহার করা যায়।

সবচেয়ে ক্ষুদ্রতম ওয়েবসাইট:
উপরের ছবিটি যতটুকু দেখা যাচ্ছে, ঠিক ততটুকু সাইজ হলো বিশ্বের সবচেয়ে ছোট ওয়েবসাইটের। এই সাইটে একটা Pong গেম রয়েছে। কিবোর্ডের আপ ডাউন কী প্রেস করে এই খেলাটি খেলা যেতে পারে। এই মজার ওয়েবসাইটটির ঠিকানা: guimp
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger