এই ওয়েবসাইট প্রায় ১৮.৯৩৯ কিলোমিটার (প্রায় ১১.৭৬৯ মাইল) দীর্ঘ। এতে প্রয়োজনীয় কনটেন্ট তেমন কিছুই নাই। শুধুমাত্র মজা বা রেকর্ড গড়ার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। মাউসের স্ক্রলবাটন ঘুরিয়ে ঘুরিয়ে যদি এই ওয়েবসাইটের নীচের দিকে নামতে শুরু করা যায়, তাহলে হয়তো কয়েক ঘন্টা লেগে যাবে নিচে পৌছাতে। এজন্য একটা এলিভেটরের ব্যবস্থা রয়েছে এই সাইটে। এক ক্লিকেই নিচে চলে যাওয়া বা উপরে আসার জন্য এই এলিভেটর ব্যবহার করা যায়।
সবচেয়ে ক্ষুদ্রতম ওয়েবসাইট:
উপরের ছবিটি যতটুকু দেখা যাচ্ছে, ঠিক ততটুকু সাইজ হলো বিশ্বের সবচেয়ে ছোট ওয়েবসাইটের। এই সাইটে একটা Pong গেম রয়েছে। কিবোর্ডের আপ ডাউন কী প্রেস করে এই খেলাটি খেলা যেতে পারে। এই মজার ওয়েবসাইটটির ঠিকানা: guimp

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

