ব্লগ লোডের স্পিড বাড়ান

বাংলাদেশ (Bangladesh) থেকে আমরা যারা ব্লগ (Blog) লিখি, তাদের জীবনে একটি অন্যতম বিড়ম্বনা হল ইন্টারনেটের স্পিড (Internet Speed)। গুগলের ব্লগার (Blogger.com) তো তাও একটু দ্রুত লোড হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসে (Wordpress) যারা ব্লগিং করেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোন উপায় নাই। বাংলাদেশের অভ্যন্তরে বা মিসরের সুয়েজ খাল এলাকায় যখন সাবমেরিন কেবল (Submarine cable) কেটে যায়, তখন ইন্টারনেটের স্পিড এত কমে যায় যে, মেজাজ ঠাণ্ডা রাখা কঠিন হয়ে পরে। এরকম অবস্থায় পড়লে বা ব্লগে যদি অনেকরকম উইজেট (Widget) লাগানো থাকে, তাহলে ব্লগলোড (Blog load) হওয়া বেশ সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়াও একপেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা যখন পোস্টটাইটেলে (Post Title) ক্লিক করি, তখন সমস্ত ব্লগটি আবার নতুন করে লোড (Reload) হয়। ফলে ব্লগ লোড হওয়ার সময় (Load time) সংগতকারণেই বেড়ে যায়। এই ধরণের পরিস্থিতি এড়ানোর জন্য অর্থাৎ ব্লগের স্পিড বাড়ানোর জন্য আমরা কত রকমের চেষ্টাই না করে থাকি। কিন্তু মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ব্লগের স্পিড একটু হলেও বাড়িয়ে দিতে পারি। আর এজন্য কোনরকম কোড (Code) জানা বা প্রতিস্থাপন করার প্রয়োজন পড়বে না।

Blogger.com এ লগইন করে সরাসরি সেটিংস (Settings) পেজে চলে যান। সেখানে আর্কাইভিং (Archiving) লেখাতে ক্লিক করলে নিচের ছবির মতো পেজ আসবে।
এখান Enable Post Page (লাল রঙের দাগ চিহ্নিত) অংশটিতে সাধারণত Yes লেখা থাকে। আপনি No সিলেক্ট করে দিয়ে সেভ করুন।
এবার Formatting লেখাতে ক্লিক করুন। এই পেজের Show লেখা অংশে ১ (1) সিলেক্ট (Select) করুন। অর্থাৎ ব্লগ লোড হওয়ার সাথে সাথে আপনি শুধুমাত্র ১টি পোস্ট প্রদর্শন করতে চান।
সেভ করুন ও অন্য ট্যাবে থাকা (ফায়ারফক্সে) ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করুন। দেখুন মাত্র ১টি পোস্ট প্রদর্শন হচ্ছে। বাকী পোস্টগুলো আড়ালে পড়ে গেছে। অন্য পোস্টগুলোকে দেখার জন্য সামনের পোস্টের টাইটেলে ক্লিক করুন। বাকী পোস্টগুলো আড়াল থেকে বের হয়ে আসবে। আর এজন্য সম্পূর্ণ ব্লগটিকে নতুনভাবে লোড হওয়ার প্রয়োজন পড়বে না। কোনরকম সমস্যা হলে জানাতে ভুলবেন না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger