আপনার ব্লগ আমদানি কিংবা রফতানি করুন

ওয়ার্ডপ্রেসে (Wordpress) একটি বিশেষ সুবিধা ছিল, যা এতদিন ব্লগস্পটে (Blogspot) ছিল না। কিন্তু ব্লগস্পট এখন থেকে আপনাকে সেই সুবিধা দিতে সক্ষম হলো। আপনি ইচ্ছে করলে আপনার ব্লগকে একটি মাত্র ফাইলে (File) রূপান্তর করে ফেলতে পারেন। এই ফাইল দিয়ে ব্লগের মূল্যবান পোস্টগুলোকে সংরক্ষণ করার জন্য নিয়মিতভাবে তা হার্ডডিস্কে (Harddisk) সেভ করে রাখতে পারেন। কিংবা নতুন ব্লগে পুরনো ব্লগের লেখাগুলোকে প্রতিস্থাপন করতে পারেন। এজন্য আর নতুন করে পুরনো লেখাগুলি লিখতে হবে না। এই সুবিধাটি এতদিন draft.blogger.com এর পরীক্ষাধীন ছিল। আগ্রহী ব্লগাররা এই সুবিধাটি ড্রাফট ব্লগার থেকে গ্রহণ করতে পারতেন। বিভিন্নরকম পরীক্ষা নিরীক্ষা শেষে ব্লগপোস্ট সংরক্ষণ বা পুনরায় ব্যবহারের সুবিধাটি সকল ব্লগারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কেন আপনি এই সুবিধাটি গ্রহণ করবেন?
ধরা যাক আপনার একাধিক বিভিন্ন বিষয়ের ব্লগ আছে। এলোমেলোভাবে লেখা পোস্টগুলিকে এখন একটি মাত্র ব্লগে রেখে দিতে চাচ্ছেন। আগের নিয়মে আপনাকে সবগুলো লেখা নতুন খোলা ব্লগে (New Blog) এক এক করে পোস্ট করতে হতো। অথবা, আপনার দুটো ব্লগের একটিকে আর ব্যবহার করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে সেই ব্লগের লেখাগুলিকে নতুন কার্যকরী ব্লগে (Active Blog) নিয়ে আসা প্রয়োজন। এই ধরণের ক্ষেত্রে ব্লগস্পটের নতুন সুবিধাটি (New Feature) আপনাকে খুব সাহায্য করবে।

কিভাবে এক্সপোর্ট করবেন?
ব্লগারে লগইন (Login) করে ড্যাসবোর্ডের (Dashboard) সেটিংস (Settings) বাটনে ক্লিক (Click) করলে যে পেজে যাবেন, সেই পেজের উপরের দিকে ইমপোর্ট - এক্সপোর্ট অপশন রয়েছে। এখানে ইমপোর্ট (Import) লেখাতে (লাল রঙের গোল দাগ চিহ্নিত) ক্লিক করলে আপনার সমস্ত ব্লগটি একটি XML ফাইল হিসেবে কম্পিউটারে (Computer) ডাউনলোড (Download) হয়ে যাবে। এই ফাইলটিই (xml File) আপনার ব্লগের সমস্ত পোস্ট (Every post) ও মন্তব্যগুলোকে (Every Comment) ধারণ করে। এই পদ্ধতিতে প্রত্যেক মাসে একবার করে আপনার ব্লগের মূল্যবান পোস্টগুলিকে কম্পিউটারে সেভ (Save) করে রাখতে পারেন। এতে আপনার ব্লগের ডাটা (Blog Data) সম্পূর্ণ আপনার নিরাপদ ব্যবস্থাপনায় (Safe Management) সংরক্ষিত (Store) থাকবে।

কিভাবে ইমপোর্ট করবেন?
এই কাজটি আপনি দু'ভাবে করতে পারেন।
* প্রথমত: পুরনো ব্লগটিকে (Older Blog) নতুন তৈরি (Newer Blog) করা ব্লগে আনয়ন করতে পারেন। সেক্ষেত্রে ইমপোর্ট লেখা বাটনে ক্লিক করে যে পেজ আসবে সেখানে ব্রাউজ (Browse) করে হার্ডডিস্কে থাকা xml ফাইলটিকে দেখিয়ে দিলেই হবে।
* দ্বিতীয়ত: নতুন ব্লগ তৈরি করাকালেই পুরনো ব্লগটির লেখাগুলোকে একবারে পোস্ট (Post) করে দিতে পারেন।
ব্লগারে লগইন করলে যে ড্যাশবোর্ড আসে সেখানে Create a Blog লেখাতে ক্লিক করে নতুন ব্লগ তৈরি করুন।
তখন যে পেজ আসবে তার নিচে Advanced Options অংশে Import Blog Tool (লাল রঙের গোল দাগ চিহ্নিত) লেখাতে ক্লিক করে বাকীধাপগুলো অনুসরণ করুন (Follow instructions)।
আপনি পুরনো ব্লগটিকে আমদানি করার সময়ই Automatically publish all imported posts লেখার পাশের বক্সে টিক চিহ্ন (Tick Mark) দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে পুরনো ব্লগটিকে আমদানি করাকালীন তার পোস্টগুলো সয়ংক্রিয়ভাবে (Automatically) নতুন ব্লগে প্রকাশ হয়ে যাবে।অবশ্য আমদানী করার পরেও আপনি এক এক করে পোস্ট সিলেক্ট করে তা একবারে পোস্ট করতে পারেন।

বিশেষভাবে উল্লেখ্য যে এই পদ্ধতিতে আপনি শুধুমাত্র ব্লগারে খোলা ব্লগকেই আমদানী বা রফতানী করতে পারবেন। ওয়ার্ডপ্রেস, টাইপপ্যাড বা লাইভজার্নালসহ অন্য কোন ব্লগিং প্লাটফরমের মধ্যে এই প্রক্রিয়া কাজ করবে না।
তথ্য নেয়া হয়েছে এখান থেকে ও ছবিগুলো নেয়া হয়েছে এখান থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger