এতদিন কেউ যদি আপনাকে কোন পিডিএফ ফাইল এটাচমেন্ট হিসেবে পাঠাতো তাহলে তা ডাউনলোড করে পড়তে হতো। কিন্তু এখন আর তার দরকার নেই। জিমেইল এখন সরাসরি পিডিএফ ফাইল পাঠ করতে সক্ষম।পাশের ছবিতে লক্ষ্য করুন। কেউ যদি আপনাকে কোন পিডিএফ ফাইল এটাচমেন্ট হিসেবে পাঠায়, তাহলে সেই ফাইলটির পাশে দুইটি লিংক থাকবে। একটি View এবং অন্যটি Download, আপনি ইচ্ছা করলে ডাউনলোড না করেই সরাসরি ইনবক্স থেকে পিডিএফ ফাইলটি দেখতে পারবেন। আর এর জন্য View লেখার উপর একটি ক্লিক করলেই হবে।
ছবি ও তথ্যসূত্র: অফিসিয়াল জিমেইল ব্লগ

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

