আপনার যদি জিমেইল একাউন্ট থাকে, তাহলে সেখানে আসা ইমেইলগুলোকে গুগল ডকুমেন্টে রূপান্তর করা এখন খুবই সহজ। হ্যাঁ, এমনই একটি ঘোষণা দিয়েছে অফিসিয়াল জিমেইল ব্লগ। এখন থেকে আপনার ইনবক্সে থাকা যে কোন ইমেইলকে আপনি ইচ্ছে করলে অতি সহজে গুগল ডকুমেন্টে রূপান্তর করতে পারবেন। এর জন্য আর আপনাকে কপি পেস্ট করতে হবে না। শুধুমাত্র ইমেইলটিকে ওপেন করে তার পাশে থাকা Creat a Document লেখাতে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে সমস্ত মেইলটি একটি নতুন গুগল ডকুমেন্টে পরিবর্তিত হয়ে যাবে।
ছবি ও খবরসূত্র: জিমেইল ব্লগ