জিমেইলের ইমেইলকে গুগল ডকুমেন্টে রূপান্তর করুন

আপনার যদি জিমেইল একাউন্ট থাকে, তাহলে সেখানে আসা ইমেইলগুলোকে গুগল ডকুমেন্টে রূপান্তর করা এখন খুবই সহজ। হ্যাঁ, এমনই একটি ঘোষণা দিয়েছে অফিসিয়াল জিমেইল ব্লগ। এখন থেকে আপনার ইনবক্সে থাকা যে কোন ইমেইলকে আপনি ইচ্ছে করলে অতি সহজে গুগল ডকুমেন্টে রূপান্তর করতে পারবেন। এর জন্য আর আপনাকে কপি পেস্ট করতে হবে না। শুধুমাত্র ইমেইলটিকে ওপেন করে তার পাশে থাকা Creat a Document লেখাতে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে সমস্ত মেইলটি একটি নতুন গুগল ডকুমেন্টে পরিবর্তিত হয়ে যাবে।
ছবি ও খবরসূত্র: জিমেইল ব্লগ
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger